ad720-90

আপনার এন্ড্রয়েড ফোন দিয়েই গুগল ইভেন্ট তৈরী করুন ।।। [must see,how to create google event on your android phone]


যে কোন উৎসব আয়োজনে আপনি অনেক ব্যস্ত। নানা রকম কাজের ভিড়ে হয়তো আপনার অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় যে কোন কাজের কথা ভুলে যাওয়া ঘটনা ঘটতেই পারে।
তবে স্মার্ট এই প্রযুক্তির যুগে আপনি চাইলে প্রযুক্তিই আপনাকে মনে করিয়ে দেবে কখন,কোথায় কি কাজ করতে হবে। এতে করে আপনার গুরুত্বপূর্ণ কোন কাজই আজ থেকে মিস্ হবে না।
আপনি যেই কাজ গুলো করতে চান, সেই সব কাজের কথাগুলো খুব সহজে আপনার স্মার্টফোনে কিংবা ট্যাবের মতো ডিভাইসে লিখে রাখলে তা আপনাকে সময় মতো স্মরণ করিয়ে দেবে।
অনেকেই এ সেবা দিয়ে থাকেন বিভিন্ন রকম অ্যাপের মাধ্যমে। তবে এ ক্ষেত্রে গুগল অন্য সব সেবা দান কারি অ্যাপের থেকে বেশ এগিয়ে আছে।
তা ছাড়া গুগল ব্যবহার করলে আপনার আর কষ্ট করে কোন অ্যাপ ডাউনলোড করে ডেটা নষ্ট করতে হবে না।
আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করে ভয়েস কমান্ডের সাহায্যে অথবা গুগল সার্চ এর মাধ্যমে যে কোন ইভেন্ট তৈরি করতে পারবেন।
ডেস্কটপ ব্যবহার কারীরাও গুগল সার্চ ব্যবহার করে খুব সহজেই ইভেন্ট তৈরি করতে পারবেন।
এখন আর কোন কথা না বলে মূল কথায় আসি:-
প্রথমে গুগলের হোম পেইজ এ যেতে হবে।

image


এরপর সার্চ বক্সে ইংরেজিতে লিখতে হবে ক্রিয়েট ইভেন্ট। তার পর একটি স্পেস দিয়ে কোন দিন ইভেন্ট হবে সেটা লিখে তারপর at, এরপর একটি স্পেস দিয়ে ইভেন্টের সময় এবং সবশেষে একটি স্পেস দিয়ে ইভেন্টের নাম লিখে সার্চ করতে হবে।
নিচে একটি উদাহরণ দেখুন :
create event [day of week] at [time of day + AM/PM] [event name or details]
উদাহরণ :
“create event friday at 8 am eating

এরপর Create event এ ক্লিক করতে হবে।

images

তাহলেই আপনার ইভেন্ট তৈরি হয়ে যাবে নির্দিষ্ট তারিখ অনুযায়ী।

images

এই ইভেন্ট সরাসরি যুক্তি হবে গুগল ক্যালেন্ডারে। তবে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন থাকবে হবে ক্যালেন্ডারে।

images

আপনি চাইলে পরে ইভেন্টটি সম্পাদনাও করতে পারবেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar