ad720-90

অ্যাপলের কাছে সাতশ’ কোটি ডলার চায় কোয়ালকম


বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের এই দুই প্রতিষ্ঠান একাধিক আইনি বিবাদে জড়িয়ে আছে। কোয়ালকম অন্যায্য পেটেন্ট লাইসেন্সিং চর্চা করেছে বলে দাবি অ্যাপলের। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান কোয়ালকম আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনেছে। 

যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগোতে ফেডারেল কোর্টে এক শুনানিতে অ্যাপলের পরিশোধ না করা অর্থের অংক নিয়ে মন্তব্য করেছে কোয়ালকম। তবে কোয়ালকমের এমন দাবি প্রত্যাখ্যান করেছে অ্যাপল— খবর রয়টার্স-এর।

অ্যাপলের দাবি, কোয়ালকম একই ফি দুইবার পরিশোধ করতে জোর দিচ্ছে- একবার অ্যাপল যখন আইফোনে কোয়ালকমের চিপ ব্যবহার করেছে আর একবার পেটেন্ট রয়্যালটি হিসেবে।

কোয়ালকম-এর দাবি, এর চর্চা আইনিভাবেই হচ্ছে আর অ্যাপল কোয়ালকমের ব্যবসায়িক মডেল নষ্ট করতে চাচ্ছে। 

এর আগে চলতি বছর সেপ্টেম্বর আদালতে অ্যাপল কোয়ালকমের প্রযুক্তি চিপ খাতের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ইনটেল-এর সঙ্গে শেয়ার করেছে বলে অভিযোগ তোলে কোয়ালকম।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar