ad720-90

লঞ্চ হলো OnePlus 6T: কী কী থাকছে এই ফোনে


লঞ্চ হলো OnePlus 6T। নিউ ইয়র্কে এক ইভেন্টে সোমবার কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপে লঞ্চ করলো OnePlus। আগে 30 অক্টোবর এই ইভেন্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই দিন Apple তাদের নিজস্ব লঞ্চ ইভেন্ট ঘোষণা করায় এক দিন এগিয়ে নিয়ে আসা হয় OnePlus 6T লঞ্চ ইভেন্ট।

মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6। সেই ফোনে কিছু উন্নতি ঘটিয়ে OnePlus 6T লঞ্চ করলো চিনের কোম্পানিটি। OnePlus 6T তে যেমন ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে তেমনই এই ফোন থেকে বাদ গিয়েছে 3.5 মিমি হেডফোন জ্যাক। OnePlus 6T ফোনের অন্যতম প্রধান আকর্ষন Snapdragon 845 চিপসেট, 8GB RAM, 256GB স্টোরেজ আর ডুয়াল ক্যামেরা সেট আপ।

OnePlus 6T ফোনে চলবে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। OnePlus 6T তে রয়েছে একটি 6.41 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে রয়েছে ছোট ওয়াটার ড্রপ নচ। OnePlus 6Tতে রয়েছে Snapdragon 845 চিপসে, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

OnePlus 6T তে রয়েছে 20MP+16MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এছাড়াও রয়েছে একটি 16MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য OnePlus 6Tতে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC আর USB Type-C। এই ফোন থেকে বাদ গিয়েছে 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও OnePlus 6T ফোনের ব্যাটারি 3700 mAh ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar