ad720-90

নিজেই পার্কিং করবে টেসলা গাড়ি


এমনকি গাড়িগুলো পার্কিংয়ের চিহ্নগুলোও পড়তে পারবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। 

শেষ দুই বছরে আসা সব টেসলা গাড়িতে এই আপগ্রেড কাজ করবে, বৃহস্পতিবার মাস্ক-এর একাধিক টুইটে এসব কথা বলা হয়। একটিতে তিনি বলেন, “গাড়ি আমাদের ফোনের অবস্থানের দিকে যাবে আর আপনি সামন বাটন ধরে রাখলে পোষা প্রাণির মতো আপনাকে অনুসরণ করবে।” তবে এ নিয়ে তিনি আর বিস্তারিত কোনো তথ্য দেননি বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

মাস্ক আরও বলেন, এই আপগ্রেডের ফলে গাড়ি মালিকরা দূর থেকে একটি বড় রিমোট কনট্রোলড গাড়ির মতো তাদের গাড়ি চালাতে পারবেন। ‘যতক্ষণ পর্যন্ত এটি চোখে দেখা যায়’ ততক্ষণ তা করা যাবে বলেও জানান তিনি।

টেসলার স্বচালিত ব্যবস্থার অংশ সামন বর্তমানে মডেল এস চালকদেরকে গাড়ির বাইরে থেকে তা পার্কিং করা বা পার্কিং স্পটে অল্প দূরুত্ব অতিক্রম করতে দেয়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar