ad720-90

সফটওয়্যার জোন ৬ষ্ঠ পর্ব :: আপনার পিসিকে বাংলায় রুপান্তর করুন সাথে বাংলাতে কথা বলানো শিখান! | Techtunes


হুম! পিসিকে বাংলায় রুপান্তরের জন্য গুগল মামাকে জ্বালিয়েছি গত কয়েক ঘন্টা। ভালই রেজাল্ট পেলাম আর চলে এলাম আপনাদের সামনে টিউন নিয়ে। বাংলা আমাদের প্রাণের ভাষা, আমাদের মাতৃভাষা। এখন আপনার প্রিয় কম্পিউটারটির ল্যাগুয়েজ / ভাষা বাংলায় পরিবর্তন করে নিন এবং বাংলাতে কথা বলাও শিখান!

 

প্রথম ধাপ: বাংলা ভাষা ইন্সটল করা

 

> ইংরেজিতে যারা ছোটবেলা থেকে পিসি ব্যবহার করে আসছি তাদের জন্য প্রথম প্রথম বাংলা ভাষায় পিসি ব্যবহার করতে কিছুটা সমস্যা হতে পারে। তবে অতো বেশি সমস্যা হবে না আশা রাখি।

প্রথমে অভ্র কিংবা বিজয় ৫২ সফটওয়্যারটি আপনার পিসিতে ইন্সটল করা থাকতে হবে অর্থাৎ বাংলা ইউনিকোড অক্ষর আপনার পিসিতে থাকতে হবে। অন্যথায় বাংলা অক্ষরগুলো পিচ্ছি পিচ্ছি দেখাবে।

অভ্র কিংবা বিজয় ৫২ ইন্সটল করা হলে নিচের ডাউনলোড লিংক থেকে বাংলা ভাষা প্রোগ্রামটি ডাউনলোড করে নিন:

http://download.microsoft.com/download/5/e/9/5e97eb0f-fe2b-42b5-9137-0142568258e6/LIPSetup.msi

> ডাউনলোড হয়ে গেলে প্রোগ্রামটিতে ডাবল ক্লিক করে প্রোগ্রামটি ইন্সটল করে নিন।

> ইন্সটল হয়ে গেলে পিসি রির্স্টাট দিন।

> বাংলায় মজা লুটুন!

> আবারো ইংরেজি ভাষা ফিরিয়ে আনতে প্রোগ্রামটি আনইন্সটল করে দিন।

 

দ্বিতীয় ধাপ: বাংলা কথা বলানো

 

মনে করুন ইউ এস বি তে কোন মেমোরিকার্ড অথবা পেনড্রাইভ লাগানোর সাথে সাথে বলে উঠে:

1.boss usb পাইছে ভাইরাস চেক করে নেন।

2. boss সমস্যা আছে।

3.boss কম্পিউটার বন্ধ হচ্ছে।

4. boss আমাকে ডিলিট করলেন।

5.boss কম্পিউটার গরম হইয়া গেছে।

ইত্যাদি মজার মজার বাংলায় কথা বলানো জন্য নিচের সফটওয়্যারটি ডাউনলোড করুন:

http://www.mediafire.com/?kvd9g4vpb2zae3t

>জিপ ফাইলটি আনজিপ করে প্রোগ্রামটি চালু করুন। এখন আপনার C কিংবা অন্য ড্রাইভে যদি উইন্ডোজ ইন্সটল করে থাকেন তবে অন্য ড্রাইভের Windows ফোল্ডারে প্রোগ্রামের ফাইলগুলো এক্সটাক করুন।

> এক্সটাক করার সময় ফাইল ওভার রাইটের জন্য পারমিশন চাইলে Yes to All কমান্ডে ক্লিক করুন।

 

> এবার পিসি রির্স্টাট দিয়ে মজা লুটুন!



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar