ad720-90

স্মার্টফোন বাজারের সেরা ৫


আইডিসির হিসাব অনুযায়ী, এ বছরের তৃতীয় প্রান্তিকে ৩৫ কোটি ৫২ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে। এতে দেখা গেছে, স্মার্টফোন বিক্রি গত বছরের চেয়ে প্রায় ৬ শতাংশ কমেছে। এ বছরের তৃতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী, শীর্ষ ৫ স্মার্টফোন বিক্রেতা সম্পর্কে জেনে নিন:

স্যামসাং গ্যালাক্সি নোট ৯স্যামসাং
স্মার্টফোনের বাজারে শীর্ষ অবস্থান গত প্রান্তিকেও ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। গত প্রান্তিকে স্যামসাংয়ের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনগুলো হচ্ছে—গ্যালাক্সি নোট ৯ ও গ্যালাক্সি এ সিরিজের ফোনগুলো। আইডিসি বলছে, গত প্রান্তিকে শীর্ষস্থান ধরে রাখলেও স্যামসাংয়ের স্মার্টফোন বাজারে আসার হার ১৩ দশমিক ৪ শতাংশ কমেছে। গত প্রান্তিকে ৭ কোটি ২২ লাখ ইউনিট ফোন বাজারে ছেড়েছে স্যামসাং। গ্যালাক্সি নোট ৯ ফ্ল্যাগশিপ ফোনটি এখনো বাজারে এলেও গ্যালাক্সি এ সিরিজ স্যামসাংয়ের শূন্যস্থান পূরণ করছে।

হুয়াওয়ে মেট সিরিজহুয়াওয়ে
স্মার্টফোন বাজারে বছরের তৃতীয় প্রান্তিকে চমক দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে। এ সময় মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা অ্যাপলকে টপকে স্মার্টফোন বাজারের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে হুয়াওয়ে। তবে আগের প্রান্তিকের তুলনায় বছরের তৃতীয় প্রান্তিকে ১৫ দশমিক ৯ শতাংশ কম স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে। বছরের তৃতীয় প্রান্তিকে ৫ কোটি ২০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে পি সিরিজ ও মেট সিরিজের স্মার্টফোন বিক্রি হয়েছে বেশি।

নতুন তিন আইফোনঅ্যাপল
এ বছর নতুন তিনটি মডেলের আইফোন বাজারে এনেছে অ্যাপল। আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআর বাজারে আনার পরেও স্মার্টফোন বাজারে তৃতীয় অবস্থানে নেমে যেতে হয়েছে অ্যাপলকে। এ সময় ৪ কোটি ৬৯ লাখ ইউনিট আইফোন বিক্রি করেছে অ্যাপল যা গত বছরের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি। এ বছর বাজারে আসা নতুন তিনটি ফোন বিক্রির দিক থেকে এগিয়ে রয়েছে অ্যাপল।

শাওমি রেডমি সিরিজের ফোনশাওমি
শাওমি স্মার্টফোনের বাজারে বেশ ভালো অবস্থানেই রয়েছে। শাওমির রেডমি সিরিজের ফোনগুলো গ্রাহকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এতে বছরের তৃতীয় প্রান্তিকে ৯ দশমিক ৭ শতাংশ বাজার দখল করে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি। ভারত, ইন্দোনেশিয়া ও স্পেনের মতো বাজারে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে শাওমি। বছরের তৃতীয় প্রান্তিকে রেডমি ৫এ, রেডমি ৫প্লাস, রেডমি নোট৫, রেডমি ৬, ৬এ ও ৬ প্রো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।

অপো ফাইন্ড এক্সঅপো
শীর্ষ পাঁচ স্মার্টফোন বিক্রেতার তালিকায় পঞ্চম স্থানে আছে আরেক চীনা প্রতিষ্ঠান অপো। বছরের তৃতীয় প্রান্তিকে ২ কোটি ৯৯ লাখ ইউনিট ফোন বিক্রি করেছে অপো। তবে গত বছরের তুলনায় ২ দশমিক ১ শতাংশ স্মার্টফোন বিক্রি কমেছে অপোর। তবে বাজারের অন্যান্য ফোনের তুলনায় অপোর নতুন ফোনের নকশা পছন্দ করেছেন গ্রাহকেরা। অপো ফাইন্ড এক্স ও আর ১৭ অপোর বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় স্থান করে নিয়েছে।

অন্যান্য
আইডিসির হিসাব অনুযায়ী, বছরের তৃতীয় প্রান্তিকে অন্যান্য ব্র্যান্ড মিলে ১১ কোটি ৯৯ লাখ ইউনিট ফোন বাজারে এনেছে। তাদের দখলে আছে বাজারের ৩৩ দশমিক ৮ শতাংশ। গত বছরের তৃতীয় প্রান্তিকে বাজারে এসেছিল ১৪ কোটি ৯৮ লাখ ইউনিট স্মার্টফোন। সব মিলিয়ে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রি কমতে দেখা গেছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar