ad720-90

অ্যালফাবেটের উদ্ধারকারী রোবট প্রকল্প বাতিল


২০১৩
সালে দুই স্টার্ট-আপ শ্যাফট ও বস্টন ডায়নামিকস-কে কেনার পর থেকে শিল্প খাতে ব্যবহারের
জন্য রোবট বানানো শুরু করে অ্যালফাবেট।

ইতোমধ্যেই
অনেকগুলো পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানের রোবট। আর বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে রোবটগুলোর
ভিডিও।

পরবর্তীতে
রোবটের দিক থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করে অ্যালফাবেট। ২০১৭ সালে সফটব্যাংকের কাছে
বস্টন ডায়নামিকস বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি। আর শ্যাফট বিক্রি না হওয়ায় এই বিভাগটি
বন্ধ করে দেওয়া হতে পারে– খবর বিবিসি’র।

২০১৩
সালে শ্যাফটের তৈরি রোবট পেন্টাগনের গবেষণা বিভাগ ডারপা’র উদ্ধারকারী রোবট প্রতিযোগিতার
প্রথম রাউন্ডে জয়ী হয়।

২০১৪
সালে নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি রুবিন প্রতিষ্ঠান ছাড়ার পর রোবট তৈরির লক্ষ্য থেকে
সরে আসতে শুরু করে অ্যালফাবেট।

বস্টন
ডায়নামিকস কেনার সময় শ্যাফটকে কিনতেও রাজী হয়েছিল সফটব্যাংক। কিন্তু পরবর্তীতে তা হয়ে
ওঠেনি।

এ বিষয়ে
অ্যালফাবেটের এক মুখপাত্র বলেন, “শ্যাফট অধিগ্রহণের প্রক্রিয়া সামনে না নেওয়ায় সফটব্যাংকের
সিদ্ধান্তের পর আমরা অনেক দিকে চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত এটি বন্ধ করার সিদ্ধান্ত
নেওয়া হয়।”

প্রতিষ্ঠানের
পক্ষ থেকে বলা হয়, এই বিভাগের কর্মীদের অ্যালফাবেটের মধ্যেই বা অন্য প্রতিষ্ঠানে নতুন
চাকরি খুঁজতে সহায়তা করা হবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar