ad720-90

Apple এর প্রতি চটেছেন জুকেরবার্গ !


বার বার বির্তকে নাম জড়িয়েছে ফেসবুকের ৷ কখনও তথ্য ফাঁস ৷ আবার কখনও তথ্য বিক্রির অভিযোগ ৷  এসব অভিযোগের কারণেই একাধিকবার সংবাদ মাধ্যমে উঠে এসেছেন ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ ৷ সম্প্রতি, আবারও তিনি মিডিয়ার নজরে ৷ সংবাদ মাধ্যম সূত্রের খবর, Apple সিইও টিম কুকের উপর বেজায় চটেছেন জুকেরবার্গ ৷

সম্প্রতি, একটি আমেরিকান টিভি চ্যানেলে ইন্টারভিউয়ের সময় ফেসবুকের তথ্য ফাঁসের বিষয়টি নিয়ে মন্তব্য করেন Apple সিইও কুক ৷ টেনে আনেন পুরনো প্রসঙ্গ ৷ ইউজারদের গোপন তথ্য রক্ষা করতে ব্যর্থ ফেসবুক৷ একথা বলে তীব্রভাবে কটাক্ষ করেন ফেসবুকের প্রতিষ্ঠাতাকে ৷ কুকের এই কটাক্ষকে কোনভাবেই মেনে নিতে পারেননি ফেসবুক জনক৷ আর ঠিক তারপরই কর্মীদের Apple প্রডাক্ট ব্যবহার বন্ধের নির্দেশ দেন তিনি ৷ পরিবর্তে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের কথা বলেন ৷

দুই সিইওর দ্বন্দ্বের খবর বিদেশি সংবাদ মাধ্যমগুলির মাধ্যমেই সামনে এসেছে ৷ ইন্টারভিউয়ে টিম কুক বলেন, ‘আমরা কখনই ইউজারদের ব্যাক্তিগত জীবনকে নিয়ে কারবার করি না ৷ গোপনীয়তা একটি মানবাধিকার ৷ এটি একটি নাগরিক স্বাধীনতা ৷’ ইন্টারভিউয়ে কুককে প্রশ্ন করা হয় যদি তিনি জুকেরবার্গের সিচুয়েশনে থাকতেন তবে তিনি কী করতেন? উত্তরে তিনি জানান, ‘আমি কখনই এই ধরণের পরিস্থিতিতে থাকব না ৷’

এই ঘটনার পরেই ফেসবুক সিইও সংস্থার কর্মীদের আইফোন বয়কটের নির্দেশ দেন৷ তবে, বেশ কিছু রির্পোট বলছে একেবারে অন্য কথা৷ সেইসব রির্পোটের তথ্য জানাচ্ছে, বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ব্যবহার হচ্ছে৷ যার পরিমান আইফোনের থেকে যথেষ্ট বেশি৷ অন্যদিকে, স্ন্যাপচ্যাটও কর্মীদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের জন্য উৎসাহিত করছে৷ যার ফলে ইউজারদের জন্য অ্যাপ ডেভালপ করার কাজ অনেক বেশি সহজ হবে৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar