ad720-90

ম্যাসেজ ডিলিট করার সুযোগ নিয়ে আসছে ফেসবুক


ভুল করে পাঠানো ম্যাসেজ ডিলিট করার সুযোগ পাবেন ইউজাররা৷ অ্যান্ড্রয়েড ও আইফোন, উভয় ইউজাররাই পেতে চলেছেন ফিচারটি৷ সম্প্রতি ফেসবুক জানিয়েছে, ম্যাসেঞ্জারে এই ফিচারটি অ্যাড করার কথা ভাবা হচ্ছে৷ যেটি নিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে৷ অন্য একটি রির্পোটের তথ্য জানাচ্ছে, খুব শীঘ্রই ফিচারটি পেতে চলেছেন ব্যবহারকারীরা৷

হোয়াটসঅ্যাপের মতনই বহু মানুষ ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করেন৷ ম্যাসেজ আদানপ্রদানের সময় অনেকেই আমরা ভুল করে ফেলি৷ আর, সেই ভুল মাঝে মধ্যেই বড় আকার ধারণ করে৷ সেখান থেকে সমস্যাও তৈরি হতে দেখা গিয়েছে বহুবার৷ সম্পর্কে ছেদও পড়ছে অনেক সময়৷ তবে, এবার সেই সমস্ত রকম সমস্যা থেকে নিষ্কৃতি মিলবে৷ সংবাদ মাধ্যমের তথ্য জানাচ্ছে, ফেসবুক ম্যাসেঞ্জারের এই ‘আনসেন্ড’ফিচারটি কয়েকটি দফায় নিয়ে আসা হবে৷

প্রথম পর্যায়ে কলম্বিয়া, বোলিভিয়া, পোল্যান্ডবাসীরা পাবেন ফিচারটিকে৷ অনেকটা একইরকম থাকছে ম্যাসেজ ডিলিটের পদ্ধতিটি৷ ম্যাসেজটিকে হোল্ড করলে একটি অপশন আসবে, ‘রিমুভ ফর এভ্রিওয়ান’৷ যেটির মাধ্যমেই মুছে ফেলা যাবে ম্যাসেজটিকে৷ ডিলিট করার পর ম্যাসেজটিকে সেন্ডার এবং রিসিভার উভয়েই আর দেখতে পাবেন না৷ এর আগেও অনেক নতুন নতুন ফিচার এনেছে স্যোশাল নেটওয়ার্কিং সাইটটি৷

কিছুদিন আগেই ফেসবুক এনেছিল ভিডিও অ্যাপ, Lasso৷ যেখানে ইউজার শর্ট ভিডিও তৈরি করে শেয়ারের সুযোগ পাবেন৷ এছাড়া, ভিডিওটিকে আকর্ষণীয় করে তুলতে যোগ করা যাবে ফিল্টার এবং এফেক্টস৷ অ্যান্ড্রয়েড এবং আইফোন ইউজাররা পাবেন ফিচারটিকে৷ এর আগে ফেসবুক এনেছিল আরও একটি ফিচার৷ যেখানে ফেসবুক স্টোরিতে গান যোগ করার সুবিধা পেয়েছিলেন ইউজার৷ মূলত প্রোফাইলকে আরও বেশি ইন্টারেস্টিং করতেই ফিচারটি নিয়ে এসেছিল ফেসবুক৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar