ad720-90

উইন্ডোজে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা, বাতিল


মাইক্রোসফটের
উইন্ডোজ-এর মেইল গ্রাহকদের বেটা সংস্করণে ইনবক্সে উপরে ডান দিকে বিজ্ঞাপন দেখানো হচ্ছিল।
মাইক্রোসফটে এফএকিউ (ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স) পেইজে বলা হয়, “গ্রাহকদের ইমেইল
অ্যাপ ও আউটলুক ডটকম, জিমেইল ও ইমেইল সেবার সঙ্গে সমন্বয় রেখে বিজ্ঞাপন আমাদেরকে আমাদের
কিছু পণ্য উন্নত করতে ও এগুলো সমর্থনের সুযোগ দেয়। আমরা সবসময় কিছু নতুন ফিচার আর অভিজ্ঞতা
নিয়ে পরীক্ষা করতে থাকি।”

পরবর্তীতে
পেইজটি থেকে এই কথা সরিয়ে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় আইএএনএস-এর প্রতিবেদনে।   

প্রযুক্রি
সাইট ভার্জ-এর প্রতিবেদনে মাইক্রোসফটের যোগাযোগ প্রধান ফ্র্যাঙ্ক শ’-এর একটি উদ্ধৃতি
প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, “এই পরীক্ষা বিস্তৃত পরিসরে করার কোনো পরিকল্পনা কখনও
ছিল না।”

ব্রাজিল,
কানাডা, অস্ট্রেলিয়া, ভারতে উইন্ডোজ ব্যবহারকারীরা এর সঙ্গে সমন্বিত বিভিন্ন মেইল ও
ক্যালেন্ডারে এই পরিবর্তন দেখে থাকতে পারবেন। এই স্থানগুলোতে এই পরীক্ষা চালানো হয়েছিল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar