ad720-90

সিল্ক ল্যাবস-কে কিনলো অ্যাপল


বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সাইট রেজিস্ট্রার-এর প্রতিবেদন মতে, স্মার্ট হোম ডিভাইসগুলোতে অ্যাপলের এআই সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ‘নীরবে’ এই ক্রয়চুক্তি করা হয়েছে। তবে এক্ষেত্রে অর্থের কোনো অংক প্রকাশ করা হয়নি।

বর্তমানে সিল্ক ল্যাবস-এ প্রায় এক ডজন কর্মী কাজ করছে আর প্রতিষ্ঠানটির তহবিলে প্রায় ৪০ লাখ ডলার রয়েছে।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়, সিল্ক ল্যাবস হচ্ছে মজিলা-এর সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্দ্রেস গাল-এর ধারণা থেকে বানানো স্টার্টআপ। মোবাইল অপারেটিং সিস্টেম ফায়ারফক্স ওএস-ও গাল-এর বানানো।  

আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল বর্তমানে এআইচালিত পণ্যগুলো উন্নত করতে কাজ করছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। এসব পণ্যের মধ্যে হোমপড স্মার্ট স্পিকারও উল্লেখযোগ্য। 

স্মার্ট স্পিকার খাতে অ্যাপল স্বদেশীয় ই-কমার্স জায়ান্ট এবং ওয়েব জায়ান্ট গুগলের পেছনে রয়েছে। ২০১৮ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক মোট বিক্রি হওয়া স্মার্ট স্পিকারগুলোর ৭০ শতাংশই ছিল অ্যামাজন ও গুগলের। আর এই সময়ে অ্যাপলের হোমপড বিক্রি হয়েছে মোট ছয় লাখ।  

বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকস-এর তথ্যমতে, ২০১৮ সালের প্রথম প্রান্তিকে ৯২ লাখ স্মার্ট স্পিকার বিক্রি হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar