ad720-90

এবার এলজি আনছে ফোল্ডএবল স্মার্টফোন?


‘ফ্লেক্স’, ‘ফোল্ডি’ ও ‘ডুপ্লেক্স’- নতুন এই তিনটি ব্র‍্যান্ড নাম নিবন্ধন করেছে এলজি৷ ইউরোপিয়ান ইউনিয়ন ইনটেলেকচুয়াল প্রপার্টি অফিস (ইইউআইপিও)-এর কাছে এই নিবন্ধন করা হয়েছে।

প্রযুক্তি সাইট এনগেজেট-এর প্রতিবেদনে বলা হয়, এই তিনটি নামই ক্লাস ৯ ক্যাটাগরিতে নিবন্ধন করা হয়েছে। এলজি সামনে তাদের ফোল্ডএবল বা যে কোনো ডিভাইসের জন্য এই নামগুলো ব্যবহার করবে তা অনেকটা নিশ্চিত হয়েই বলা যায়, এমনটাই ভাষ্য প্রতিবেদনটির।

যদিও এই নামগুলো কোনো স্মার্টফোনে নাকি অন্য কোনো ডিভাইসের জন্য ব্যবহার করা হবে তা স্পষ্ট নয় বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনটিতে।

প্রযুক্তি সাইট ফোনঅ্যারেনা-এর প্রতিবেদনে বলা হয়, ফ্লেক্স এবং ফোল্ডি যে ফোল্ডএবল স্মার্টফোন হতে পারে তা অনেকটা বোঝাই যায়। অন্যদিকে এলজি’র ‘ডুপ্লেক্স’ নামটি নিবন্ধন করার বিষয়টিকে ‘মজার’ বলে উল্লেখ করা হয়েছে এতে। গুগল তাদের এআই কল করার ফিচারে এ নাম দিয়েছে।

২০১৯ সালের মার্চে নিজেদের প্রথম ফোল্ডএবল স্মার্টফোন আনার লক্ষ্যে রয়েছে এলজির স্বদেশীয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar