ad720-90

গ্যালাক্সি এস১০-এ থাকতে পারে ছয় ক্যামেরা


শীঘ্রই দশম বর্ষপূর্তি উপলক্ষে নতুন স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে নতুন এই ডিভাইসটি হবে গ্যালাক্সি এস১০–খবর ইন্ডিপেনডেন্ট-এর।

বলা হচ্ছে, এই ডিভাইসটিতে অ্যাপলের নতুন আইফোনের চেয়ে দ্বিগুণ সংখ্যক ক্যামেরা লেন্স থাকবে। এই ডিভাইসটির পেছনে চারটি এবং সামনে দুইটি ক্যামেরা লেন্স থাকবে বলে প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ছয় ক্যামেরার পাশাপাশি ৬.৭ ইঞ্চি পর্দা এবং ৫জি সমর্থন রাখা হতে পারে নতুন গ্যালাক্সি এস১০-এ।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে নতুন গ্যালাক্সি এস১০ বাজারে আনতে পারে নির্মাতা প্রতিষ্ঠানটি।

সম্প্রতি পেছনে চার ক্যামেরা লেন্সের গ্যালাক্সি এ৯ উন্মোচন করেছে স্যামসাং। পেছনে চারটি লেন্সের প্রতিটির বৈশিষ্ট্য আলাদা। এবার এ ধরনের কিছুই দেখা যেতে পারে নতুন গ্যালাক্সি এস১০-এ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar