ad720-90

জাপানে আইফোন Xআর-এ ছাড় দিচ্ছে অ্যাপল


এটি
আইফোন Xআর-এর বিক্রি যে প্রত্যাশ্যা অনুযায়ী হচ্ছে না তার সর্বশেষ আভাস বলে উল্লেখ
করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে। 

চলতি
মাসের শুরুতে জাপানি দৈনিক নিক্কেইয়ের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল সরবরাহকারীদেরকে
আইফোন Xআর এর উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাতিল করতে বলেছে। এর মাধ্যমে বোঝায় যায় যেমনটা
প্রত্যাশা করা হয়েছিল আইফোন Xআর এর জন্য তেমন চাহিদা পাওয়া যাচ্ছে না।

অ্যাপল
বিশ্লেষক হিসেবে খ্যাত মিং-চি কুও শুরুতে আইফোন Xআর নিয়ে বেশ আশাবাদী ছিলেন। চলতি মাসের
শুরুতে এক বিবৃতিতে তিনি আইফোন Xআর বিক্রি নিয়ে তার দেওয়ার আগের প্রত্যাশিত সংখ্যা
তিন কোটি কমিয়ে আনেন।  

চলতি
বছর অ্যাপলের আনা তিন আইফোনের মধ্যে আইফোন Xআর সবচেয়ে সস্তার। অ্যাপল তাদের উন্নতমানের
আইফোন Xএস এবং Xএস ম্যাক্স-এর ফেইস আইডি ও বড় ডিসপ্লের মতো অনেক ফিচার রাখলেও জাপানের
গ্রাহকরা আগের বছরের আরও কমদামি আইফোন ৮-এর দিকেই ঝুঁকছেন বেশি। 

ছুটির
মৌসুমে অ্যাপলের প্রান্তিকে সাধারণত আইফোন বিক্রির আধিপত্য দেখা যায়। গেল বছর এই প্রান্তিকে
অ্যাপল মোট ৭.৭৩ কোটি আইফোন বিক্রি করে। কিন্তু অ্যাপল চলতি মাসের শুরুতে জানায় তারা
এখন থেকে আইফোন বিক্রির সংখ্যা আর আলাদাভাবে প্রকাশ করবে না।  

জাপানে
আইফোন বিক্রিতে দামে ছাড় দেওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে অ্যাপলের কোনো মন্তব্য পাওয়া যায়নি
বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar