ad720-90

গুগল ম্যাপস-এ এলো হ্যাশট্যাগ


বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য এই ফিচারটি চালু করা হয়েছে বলে জানিয়েছে গুগল। গ্রাহক প্রতিটি রিভিউতে পাঁচটি নির্দিষ্ট এবং দরকারি হ্যাশট্যাগ যোগ করতে পারবেন। হ্যাশট্যাগগুলো রিভিউয়ের নিচে দেখানো হবে যাতে লেখাগুলো সহজে পড়া যায়– খবর আইএএনএস-এর।

মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, “#ভালোবাসা বা #খাবার এ ধরনের সাধারণ শব্দগুলো এক্ষেত্রে উপকারি হবে না।”

ম্যাপস-এ এই ফিচারের মাধ্যমে গ্রাহক কোনো এলাকার দর্শনীয় স্থান এবং হুইল চেয়ার র‍্যাম্প-এর মতো অ্যাকসেসিবিলিটি ফিচারগুলো হাইলাইট করতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

“নতুন হ্যাশট্যাগ ফিচার ব্যবহার করতে, কোনো রিভিউ নেওয়ার সময় সেখানে একটি নীল রঙের লিঙ্ক দেখানো হবে, একই হ্যাশট্যাগের পার্শবর্তী স্থানগুলোও এখানে দেখানো হবে।”

নতুন এই ফিচারটি আইওএস বা ওয়েবে কবে নাগাদ চালু করা হবে তা জানায়নি নির্মাতা প্রতিষ্ঠানটি।

হ্যাশট্যাগ ফিচার ছাড়াও সাম্প্রতিক সময়ে ম্যাপস অ্যাপে অন্যান্য অনেক আপডেট এনেছে গুগল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar