ad720-90

আইট্রিপলই বাংলাদেশ শাখার এসওয়াইডব্লিউএম সম্মেলন শুক্রবার


সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (৩০ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।   

‘২০১৮ এমজিএ আউটস্ট্যান্ডিং লার্জ  সেকশন অ্যাওয়ার্ড’ প্রাপ্তিও উদযাপিত হবে এদিন।  

বাংলাদেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সম্মেলনে নিজেদের প্রাতিষ্ঠানিক ও পেশাগত ক্ষেত্রের অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন।

সম্মেলনে প্রায় এক হাজার অংশগ্রহণকারী হবে বলে আয়োজকরা আশা করছেন।

সম্মেলনে যোগ নিতে তথ্য জানা যাবে ‘আইট্রিপলই বাংলাদেশ সেকশন’ ফেইসবুক পাতায়।

বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে টেকনিকাল আলোচনা, মতবিনিময় এবং ভিডিও ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।  

বিশ্বে প্রকৌশলীদের সবচেয়ে বড় সংগঠন হিসেবে স্বীকৃত আইট্রিপলই গবেষণাপত্র প্রকাশ ছাড়াও সম্মেলন, মানদণ্ড নির্ধারণের মতো কার্যক্রম পরিচালনা করে থাকে। ১৬০ দেশের চার লাখেরও বেশি সদস্য রয়েছে এই সংগঠনের।  

১৯৯৩ সালে মাত্র ৫৪ জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল আইট্রিপলই বাংলাদেশ শাখা।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজের উদ্যোগে  ২০১০ সালে গঠিত হয় ওমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই), আইট্রিপলই বাংলাদেশ শাখা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar