ad720-90

টুইটার প্রধানের বিরুদ্ধে এফআইআর


“ব্রাহ্মণ পিতৃতন্ত্র ধ্বংস কর”- এমন স্লোগান দেওয়া পোস্টার ধরে আছেন ডরসি, ভারতে সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবি নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় ওঠে। এই ঘটনায় ইতোমধ্যে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে মাইক্রোব্লগিং সাইটটি।

হিন্দু ধর্মালম্বীদের বর্ণপ্রথায় সবচেয়ে উচ্চবর্ণ বা শ্রেণি ধরা হয় ব্রাহ্মণদের।

এই শ্রেণির মানুষদের আঘাত করায় একটি পিটিশন জমা দেন ভিপরা ফাউন্ডেশন-এর যুব বিভাগের ভাইস প্রেসিডেন্ট রাজকুমার শার্মা। তারই প্রেক্ষিতে ডরসি’র বিরুদ্ধে এফআইআর দাখিলের নির্দেশ দিয়েছে আদালত– খবর আইএএনএস-এর।

শার্মা বলেন, “ডরসি তার টুইটার অ্যাকাউন্টে পোস্টার হাতে একটি ছবি পোস্ট করেছেন, পোস্টারে লেখা, ব্রাহ্মণ পিতৃতন্ত্র ধ্বংস কর।”

তার কাউন্সেল এইচ.এম. সারাসওয়াত বলেন, “আদালত পিটিশনটির অনুমোদন দিয়েছে এবং ডরসির বিরুদ্ধে একটি এফআইআর দাখিল করতে এবং তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে।”

ব্রাহ্মণবিরোধী বার্তা লেখা ওই পোস্টার হাতে নিয়ে ছয়জন নারী সাংবাদিকের সঙ্গে তোলা ছবি টুইটারে পোস্ট করেন ডরসি।

পিটিশনে শার্মা বলেন, পোস্টারে তার মন্তব্য শুধু ব্রাহ্মণবিরোধী নয়, অমার্জিত ভাষাও প্রকাশ করে, যা ব্রাহ্মণ সমাজের জন্য মানহানিকর এবং এতে তাদের অনুভূতিকে আঘাত করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar