ad720-90

এবার যুক্তরাজ্যের ৫জি প্রকল্প থেকে বাতিল হুয়াওয়ে


দেশটিতে ৫জি নেটওয়ার্ক তৈরি করছে টেলিকম প্রতিষ্ঠান ব্রিটিশ টেলিকম (বিটি)। এই নেটওয়ার্কের মূলে হুয়াওয়ের কোনো যন্ত্রাংশ ব্যবহার করা হবে না বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি।

বিটি’র বর্তমান ৩জি ও ৪জি নেটওয়ার্ক থেকেও বাদ দেওয়া হবে হুয়াওয়ে’র যন্ত্রাংশ। ৫জি নেটওয়ার্কের মূলে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহার করা না হলেও ফোনের মাস্ট অ্যানটেনার মতো কিছু পরিকাঠামো সমর্থন দিতে পারবে চীনা প্রতিষ্ঠানটি।

২০১৬ সালে টেলিকম প্রতিষ্ঠান ইই-কে অধিগ্রহণ করেছে বিটি। দেশ জুড়ে ৫জি নেটওয়ার্ক চালু করতে ওই প্রতিষ্ঠানের বর্তমান নেটওয়ার্কই ব্যবহার করবে তারা।

দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা দেবে ৫জি। এর মাধ্যমে স্বচালিত গাড়ি এবং ইন্টারনেট অফ থিংস-এর মতো খাতগুলোতে বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।

সিএনবিসিকে দেওয়া এক ইমেইলে বিটি’র এক মুখপাত্র বলেন ৩জি ও ৪জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ে’র যন্ত্রাংশ সরানোর কাজ ২০১৬ সাল থেকেই শুরু হয়েছে।

ইতোমধ্যেই লন্ডনের ক্যানারি ওয়ারফ-এ ৫জি মোবাইল ইন্টারনেটের পরীক্ষা শুরু করেছে ইই।

আগের সপ্তাহেই “নেটওয়ার্ক নিরাপত্তায় গুরুতর ঝুঁকির” কথা জানিয়ে ৫জি নেটওয়ার্কে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহারের পরিকল্পনা বাতিল করেছে নিউ জিল্যান্ড সরকার।

এর আগে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar