ad720-90

নিকটবর্তী গ্রহাণুতে মিললো পানি


বেনু নামের গ্রহাণুটিতে ১৪ লাখ মাইলের এক মিশনে মহাকাশযান পাঠিয়েছে নাসা। আগের সপ্তাহে মহাকাশযানটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

মহাকাশযানটির প্রাথমিক ডেটায় গ্রহাণুটিতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর বন্ধনে ‘হাইড্রক্সিলস’ নামের অণুর সন্ধান পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গবেষকদের ধারণা গ্রহাণুটির কাঁদামাটির মিনারেলে ওই হাইড্রক্সিলস পাওয়া গেছে। এর মানে কোনো এক সময় বেনু’র পাথুরে উপাদানগুলো পানির সংস্পর্শে এসেছিল।

ওএসআইআরআইএস-রেক্স মিশনের বিজ্ঞানী এমি সিমন বলেন, “গ্রহাণুটিতে হাইড্রেটেড মিনারেলের উপস্থিতি নিশ্চিত করে যে সৌর জগৎ সৃষ্টির শুরুর দিকের অবশিষ্টাংশ হলো বেনু।”

“২০২৩ সালে যখন গ্রহাণুটির উপাদানগুলোর নমুনা পৃথিবীতে পৌঁছাবে বিজ্ঞানীরা ইতিহাস এবং সৌর জগৎ সৃষ্টির রহস্য নিয়ে অনেক নতুন অনেক তথ্য পাবেন।”

বর্তমানে বেনু গ্রহাণুটির ৪.৪ মাইলের মধ্যে উত্তর মেরু, বিষুবরেখা এবং দক্ষিণ মেরুতে ঘুরছে নাসার মহাকাশযানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar