ad720-90

জটিল অঙ্ক সমাধান করবে অ্যালেক্সা


সাধারণত
ইউকিপিডিয়া, ইয়েপ, অ্যাকুওয়েদার এবং স্ট্যাটস ডটকমের মতো সূত্রগুলো থেকে উত্তর দিয়ে
থাকে অ্যালেক্সা। নতুন ইঞ্জিন যোগ হওয়ার আগে জটিল ভৌগলিক, ইতিহাস বা প্রকৌশল বিষয়ের
উত্তর জানা ছিল না ডিভাইসটির।

প্রযুক্তি
সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, নতুন উলফআর্ম আলফা যোগ হওয়ায় হাঁস কতো উচ্চতায় উড়ে,
একটি বাইন্ডারে কতো পাতা কাগজ ধরবে এবং বর্তমানে কতো জোরে বাতাস বইছে এমন জটিল উত্তর
দিতে পারবে অ্যালেক্সা।

নির্ভরযোগ্য
তথ্যের সূত্রের জন্য সাধারণত স্কুলগুলোতে উলফআর্ম আলফা ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে।

২০১১
সালে আইফোন ৪এস আনার পর থেকে অ্যাপলের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট সিরিতে উলফআর্ম আলফা
যোগ করা হয়।

অন্যদিকে
সিরি’র প্রতিদ্বন্দ্বী গুগল অ্যাসিস্ট্যান্ট এখনও উলফআর্ম আলফা’র সেবা দেওয়া শুরু করেনি,
এক্ষেত্রে তারা নিজস্ব সার্চ ইঞ্জিনের উপরই নির্ভর করছে। এর মানে হচ্ছে উলফআর্ম আলফা’র
মাধ্যমে সমাধান বের করা যায় এমন কিছু গাণিতিক সমস্যা বা ধাধার সমাধান গুগল অ্যাসিস্ট্যান্টে
পাওয়া যায় না।

কোনো
অ্যাসিস্ট্যান্ট যত বেশি সূত্র থেকে তথ্য নিতে পারে ততই ভালো, সেদিক থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট
পিছিয়েই আছে বলা চলে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar