ad720-90

নতুন মডেলের গাড়ি ‘কিকস’ নিয়ে আসছে নিসান


নতুন বছরকে সামনে রেখে গাড়ি প্রেমীদের জন্য সুখবর দিচ্ছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান। প্রতিষ্ঠানটি খুব শিগগিরই বাজারে ছাড়ছে নতুন মডেলের গাড়ি। নতুন এই মডেলের গাড়িটির নাম দেয়া হয়েছে ‘কিকস’। একেবারে নতুন প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই গাড়িটিকে।

প্রোগ্রেসিভ এসইউভি ডিজাইনের উন্নত প্রযুক্তি-সম্বলিত গাড়িটির বাইরের লুকে তো বটেই, অভ্যন্তরীণ ডেকোরেশনেও অসাধারণ পরিবর্তন আনা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, পুরো গাড়িটিতে যে অন্দরসজ্জা করা হয়েছে তা সম্পূর্ণ আলাদা। যা অবশ্যই একজন আরোহীকে গাড়ি চালানোর মজাটা আরও বাড়িয়ে দেবে।

গাড়িটিতে থাকছে ১.৫ লিটার পেট্রল ইঞ্জিনে ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার এবং ডিজেল ইঞ্জিনে থাকছে সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার। থাকছে অ্যারাউন্ড ভিউ মনিটর, যা কম্প্যাক্ট এসইউভি’র ক্ষেত্রে প্রথমবার আনা হয়েছে।

সম্প্রতি গাড়িটিকে প্রকাশ্যে আনা হয়েছে। আগামী বছর থেকে এই গাড়ি বাজারে আনার পরিকল্পনা নিয়েছে নিসান। তবে এর দাম ঠিক কত পড়বে তা এখনই জানাতে চায় না প্রতিষ্ঠানটি।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar