ad720-90

শত কোটির বেশি বস্তু চিনবে গুগল লেন্স


আগের বছর ফটোস এবং অ্যাসিস্টেন্ট-এ এটির প্রাথমিক সংস্করণ উন্মুক্ত করে গুগল। তখন আড়াই লাখ বস্তু শনাক্ত করতে পারতো গুগল লেন্স।

উন্মোচনের এক বছর পর গুগল লেন্স-এর পরিধি বাড়িয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। এ সময়ের মধ্যে আরও বেশি পণ্যে লেবেল, লেখা শনাক্তকরণের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গুগল লেন্সকে। এ ছাড়া স্মার্টফোনে ধারণকৃত ছবি দিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়েছে অ্যাপটিকে– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

গুগলের দাবি “সার্বিকভাবে এখন আগের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য” গুগল লেন্স।

শপিং আইটেমের পাশাপাশি এখন ব্যক্তি, ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম এবং জ্যামিতিক আকার শনাক্ত করতে পারে গুগল লেন্স।

২০১৭ সালে গুগল আই/ও সম্মেলনে অ্যাপটির একটি ফিচার দেখানো হয়। রাউটার লেবেলের ছবি তুলে সরাসরি ওই ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হতে পারেন গ্রাহক।

এবার নতুন আপডেটে ব্যবসায়িক কার্ডের ছবি তুলে সেখান থেকে তথ্য নিতে পারবেন গ্রাহক। এমনকি সেগুলো কন্টাক্ট লিস্টেও মজুদ করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar