ad720-90

তাইওয়ান বন্ধ করছে থ্রিজি নেটওয়ার্ক


তাইওয়ান সরকার এ বছরের শেষের দিকে সেদেশে থ্রিজি সেবাকে সম্পূর্ণরূপে বন্ধ করতে যাচ্ছে। কারণ হিসেবে তাইওয়ানের নেটওয়ার্ক ব্যবহারকারীদের ২০১৯ সাল থেকে শুধুমাত্র ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে বলে জানা যায়।

 

এ বিষয় গত সোমবার সিনা নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এছাড়াও স্থানীয় তাইওয়ান সংবাদ মাধ্যমগুলোতে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। যদিও তাইওয়ানের অধিকাংশ জনগণ ফোরজি নেটওয়ার্কে ইতোমধ্যে স্থানান্তরিত হয়েছে। তারপরও দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ মানুষ থ্রিজি ব্যবহার করছে।

বর্তমানে স্থানীয় বিভিন্ন মাধ্যমে নেটওয়ার্ক ব্যবহারকারীদের ফোরজি ব্যবহারের জন্য উত্সাহ দেয়ার পাশাপাশি প্রচারণা চালনো হচ্ছে। ২০১৭ সালের ১ জুলাই দেশটিতে টুজি নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছে। এর পরবর্তীতে দেশটির টেলিকম অপারেটর ও স্থানীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের ফোরজি কাভারেজের উন্নয়ন প্রত্যাশিত হওয়াতে থ্রিজি নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান সরকার।

সিনা নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চে তাওয়ানের জনসংখ্যার চেয়ে ফোরজি নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। ২০১৭ সালে তাইওয়ানে থ্রিজি ব্যবহারকারী ছিল ৫.৫ মিলিয়ন যা চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে হ্রাস পেয়েছে ২ লাখ ২৮ হাজার।

যা-ই হোক, আগামী ২ সপ্তাহের মধ্যে তাইওয়ানে থ্রিজি নেটওয়ার্ক বন্ধ হতে চলেছে। স্থানীয় নিয়ন্ত্রক সংস্থা মনে করছে যে, ২০১৯ সালের শুরুতে প্রায় ১ লাখ লোক এলটিই নেটওয়ার্ক ব্যবহার থেকে বঞ্চিত থাকবে। ফাইভজি নেটওয়ার্ক ডেভেলপমেন্টের কাজ চলমান থাকলেও দেশটির সরকার আগামী ২০২০ সালের আগে এ সংক্রান্ত লাইসেন্স প্রদান করবে না। তাইওয়ান মনে করছে, ফাইভজি নিয়ে কাজ শুরু করলে অন্যান্য অর্থনৈতিক বিষয়ে পিছিয়ে পরতে পারে। সূত্র: ডেটডি নেট ডটকম





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar