ad720-90

বিশ্বপ্রযুক্তি: ২০১৮


ব্যবসায়, নতুন পণ্য, নিরাপত্তা এবং স্বাস্থ্য ও জীবনযাপন—এ চারটি বিভাগে ২০১৮ সালের প্রযুক্তিবিশ্বের উল্লেখযোগ্য ঘটনাগুলো প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএফপি। সেখানে তথ্যের নিরাপত্তা-সংকট, তথ্যপ্রযুক্তিতে শীর্ষ অবস্থান দখলের লড়াই এবং যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তারের বিষয়গুলো ঘুরেফিরে এসেছে।

স্বাস্থ্য ও জীবনযাপন

 

জানুয়ারি

নিজে নিজে চলে এমন স্যুটকেস বাজারে ছাড়া হয়

 

এপ্রিল

গ্রুপ ভিডিও চ্যাট সুবিধা চালু করে স্ন্যাপচ্যাট

 

এপ্রিল

এক ফরাসির পরপর দুবার চেহারা প্রতিস্থাপন করানো হয়
১০০ কোটি ব্যবহারকারী ছাড়িয়ে যায় ইনস্টাগ্রাম।

 

জুলাই

ফেসবুকে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ১৪৭ কোটিতে পৌঁছে

 

সেপ্টেম্বর

বৈদ্যুতিক ইমপ্লান্ট ব্যবহার করে আবারও হাঁটতে শুরু করে এক মানুষ

 

অক্টোবর

সিঙ্গাপুর থেকে নিউইয়র্ক পর্যন্ত দীর্ঘতম (১৭ ঘণ্টা ৫২ মিনিট) বিমান চলাচল শুরু।

 

নভেম্বর

জিন সম্পাদনার মাধ্যমে শিশু জন্মানোর পদ্ধতি উদ্ভাবনের দাবি চীনা বিজ্ঞানী হে জিয়াংকুইয়ের।

 

ডিসেম্বর

শেষ দেশগুলোর একটি হিসেবে কিউবায় থ্রি-জি ইন্টারনেট সেবা চালু হয়

 

ব্যবসায়

জানুয়ারি
কোয়ালকমকে ১২০ কোটি ডলার জরিমানা ধার্য করে ইউরোপীয় ইউনিয়ন।

 

মার্চ
ফোর্বস–এর শীর্ষ ধনীর তালিকায় এক নম্বরে উঠে আসেন জেফ বেজোস।

 

এপ্রিল

২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে ১ হাজার ২৮০ কোটি ডলার বিজ্ঞাপনী আয় ঘোষণা করে ফেসবুক।

 

জুলাই

ইউরোপীয় ইউনিয়নের ৫০০ কোটি ডলার জরিমানার মুখে পড়ে গুগল।

 

আগস্ট

১ লাখ কোটি ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করে অ্যাপল।

 

সেপ্টেম্বর

আলিবাবার জ্যাক মা অবসরে যাওয়ার পরিকল্পনা প্রকাশ করেন।

 

নভেম্বর

টানা চতুর্থ প্রান্তিকের মতো বিশ্বব্যাপী স্মার্টফোনের বিক্রি কমতে থাকে।

 

ডিসেম্বর

যুক্তরাষ্ট্রে শেয়ার বাজারে প্রবেশ করে চীনের টেনসেন্ট মিউজিক।

 

ডিসেম্বর

কানাডার জেল থেকে জামিনে মুক্তি পান হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা।

 

নতুন পণ্য

জানুয়ারি

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আবেগপ্রবণ ও পোল-ড্যান্সিং রোবট দেখানো হয় মে

গুগলের ডিজিটাল সহকারীকে মানুষের মতো স্বাভাবিক কণ্ঠ দেওয়া হয়

 

জুলাই

টিসিএলের ব্ল্যাকবেরি কি-টু বাজারে আসে

 

আগস্ট

বাজারে আসে স্যামসাং গ্যালাক্সি নোট ৯

 

সেপ্টেম্বর

২০টি গেমসহ খুদে এক গেমিং কনসোলের ঘোষণা দেয় সনি

 

সেপ্টেম্বর

অ্যাপলের আইফোন টেনএস বাজারে আসে

 

নভেম্বর

সিঙ্গাপুরে স্বয়ংক্রিয় রোবট পুলিশ দেখানো হয়

 

ডিসেম্বর

আমাজনের অ্যালেক্সা-নির্ভর স্পিকারে অ্যাপল মিউজিক সুবিধা দেওয়া হয়

 

ডিসেম্বর

রেডিও-ধাঁচের অন-ডিমান্ড অডিও নিউজফিড চালু করে গুগল

 

নিরাপত্তা

মার্চ

উবারের চালকবিহীন গাড়ি প্রথমবারের মতো দুর্ঘটনায় পড়ে 

 

এপ্রিল

গবেষকেরা জানান, সংবেদনশীল ১৫০ কোটি ফাইল উন্মুক্ত হয়েছে।

 

এপ্রিল

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে ৮ দশমিক ৭ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে।

 

মে

ফেসবুক জানায় তারা ১৫৬ কোটি স্প্যাম পোস্ট ও প্রায় ১২৭ কোটি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে

 

আগস্ট

সৈনিকদের ফিটনেস ট্র্যাকার যন্ত্র ও স্মার্টফোন অ্যাপ ব্যবহারে কড়া নিয়ম আরোপ করে পেন্টাগন

 

সেপ্টেম্বর

৫ কোটি পর্যন্ত ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানায় ফেসবুক।

 

অক্টোবর

বিদেশি প্রভাব আছে এমন এক কোটি পোস্ট সরিয়ে ফেলে টুইটার, বেশির ভাগই রাশিয়ার।

 

নভেম্বর

মার্কিন ভোটে অংশ নিতে নিরুৎসাহ করে এমন হাজারো পোস্ট সরিয়ে ফেলে টুইটার।

 

ডিসেম্বর

প্রতিযোগিতায় প্রতারণা কমাতে চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে চীন। সূত্র: এএফপি





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar