ad720-90

ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতায় নতুন প্রযুক্তি


সুনামি সতর্কতায় নতুন প্রযুক্তি স্থাপনের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। নতুন প্রযুক্তি সমুদ্রের তলদেশে ভূমিধসের কারণে হওয়া সুনামি সনাক্ত করে আগেভাগেই সতর্ক করতে পারবে। আগামী বছর এ প্রযুক্তি স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছে দেশটির একটি সরকারি সংস্থা।

নতুন এই পদ্ধতিটি ঢেউয়ের আকার শনাক্ত করে সম্ভাব্য সুনামি সম্পর্কে আগাম সতর্কবার্তা দিতে পারবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার ‘এজেন্সি ফর দ্য অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অব টেকনোলজি’র মুখপাত্র ইয়ান তুরিয়ানা।

এতদিন ইন্দোনেশিয়ায় যে প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছিল সেটিতে শনিবারের সুনামি ধরা পড়েনি। কারণ হিসেবে তুরিয়ানা জানান, এই প্রযুক্তিটির কাজ ছিল ভূমিকম্প মনিটর করা, যা থেকে সুনামি হতে পারে। কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে সমুদ্রের তলদেশে হওয়া ভূমিধস মনিটর করার ব্যবস্থা এতে নেই।

পর্যাপ্ত বরাদ্দের অভাব, ওয়ার্নিং বয় ভেঙে ফেলা এবং কারিগরি ত্রুটির কারণে ২০১২ সালের পর থেকে ইন্দেনেশিয়ায় কোনো সুনামি ওয়ার্নিং বয় বা সতর্কতাসূচক যন্ত্র ঠিকঠাক কাজ করেনি। ফলে কোনো রকম পূর্বসতর্কতা না পাওয়ায় এত মানুষ হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar