ad720-90

পোরশে’র বৈদ্যুতিক গাড়িতে ঝুঁকছেন টেসলা গ্রাহক


অনেক ব্র্যান্ড থেকেই পোরশে ব্র্যান্ডে আসছেন গ্রাহক। কিন্তু এর একটি বড় অংশ আসছে টেসলা থেকে, প্রযুক্তি সাইট সিনেটের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন তথ্যই দিয়েছেন পোরশে’র উত্তর আমেরিকা প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ক্লাউস জেলমার।

ক্লাউস বলেন, গাড়ির জন্য ইতোমধ্যেই যারা প্রি-অর্ডার করেছেন তারা আসলেই গাড়িটি কিনছেন। প্রথম বছরের উৎপাদনের সব ‘টায়কান’ গাড়িই বিক্রি হয়ে যাবে।

প্রি-অর্ডার করেছেন এই গ্রাহক কারা? এমন প্রশ্নের জবাবে জেলমার বলেন, অর্ধেকের বেশি গ্রাহক কখনোই পোরশে মালিক ছিলেন না বা তাদের এখন পোরশে নেই। আরও নির্দিষ্ট করে জেলমার বলেন, “এই সম্ভাব্য গ্রাহকরা আসছেন টেসলা থেকে”।

প্রতিষ্ঠানের প্রথম পুরো বৈদ্যুতিক গাড়ি ‘টায়কান’ নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি জেলমার। টায়কান গাড়ির জন্য কী পরিমাণ অর্থ জমা হয়েছে বা এবছর কতোটি গাড়ি উৎপাদন করা হবে তাও জানানো হয়নি।

আগে বছরে প্রায় ২০ হাজার টায়কান গাড়ি উৎপাদনের পরিকল্পনা করেছিল পোরশে। নভেম্বর প্রতিষ্ঠান প্রধান অলিভাব ব্লুমে বলেন টায়কান গাড়ির চাহিদা বাড়ায় তাদের উৎপাদন বাড়াতে হচ্ছে। কিন্তু উৎপাদন কী পরিমাণ বাড়ছে তা নির্দিষ্ট করে বলা হয়নি।

২০১৯ সালের শেষ দিকে উন্মোচন করার কথা রয়েছে বৈদ্যুতিক গাড়িটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar