ad720-90

এবার নিজের তৈরি ভিডিও শেয়ার করা যাবে ফেসবুকে


ফেসবুক নিয়ে এলো নতুন ভিডিও অ্যাপস “Lasso”। যেখানে ইউজাররা নিজের তৈরি ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন। শুধু তাই নয়, ভিডিওটিকে আকর্ষণীয় বানাতে যোগ করা যাবে ফিল্টার এবং স্পেশাল এফেক্টস। ইতিমধ্যেই ফেসবুকের নতুন শর্ট-ফর্ম ভিডিও অ্যাপটি ব্যবহার করতে পারছেন ইউএসবাসীরা।

এই অ্যাপসে থাকছে ভিডিও এডিটিং টুলস। যেখানে ইউজার ভিডিওটিকে ইন্টারেস্টিং বানাতে পছন্দের গান কিংবা টেক্সট অ্যাড করতে পারবেন। অ্যাপটিতে শেয়ার করা সমস্ত ভিডিও এবং প্রফাইলস পাবলিক থাকবে।

ইউটিউব, স্ন্যাপচ্যাটের মত প্ল্যাটফর্মগুলিকে প্রতিযোগিতায় টেক্কা দিতেই ফেসবুক এই অ্যাপ নিয়ে এসেছে বলে ধারনা করা হচ্ছে। তথ্য জানাচ্ছে, প্রায় ৬৯ শতাংশ ইউএস টিনএজার স্ন্যাপচ্যাট ব্যবহার করে। ইন্সটাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ৭২ শতাংশের মত। অন্যদিকে, প্রতিযোগিতায় সর্বাধিক এগিয়ে রয়েছে ইউটিউব। এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮৫ শতাংশ। অ্যন্ড্রয়েড এবং আইফোন, উভয় ইউজাররাই ফেসবুকের এই ভিডিও শেয়ারিং অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন। তবে, বিশ্ববাসী ঠিক কবে পেতে যাচ্ছেন এই “Lasso” অ্যাপ? বিষয়টি এখনও অস্পষ্ট৷

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar