ad720-90

সস্তায় ব্যাটারি পরিবর্তনে কমেছে আইফোন বিক্রি


আগের বছর অ্যাপল স্বীকার করে যে, ব্যাটারি পুরানো হলে ডিভাইস হঠাৎ বন্ধ হওয়া আটকাতে পুরানো আইফোন মডেলের গতি কমিয়ে দেওয়া হয়। কাজটি করা হয় গ্রাহকের অজান্তেই। পরবর্তীতে সমালোচনা ও মামলার মুখে ক্ষমাস্বরূপ ব্যাটারি পরিবর্তনের মূল্য ৭৯ মার্কিন ডলার থেকে কমিয়ে ২৯ ডলারে আনে অ্যাপল।

এই সুযোগে ২০১৮ সালে আইফোন মডেল আপগ্রেড করার বদলে ব্যাটারি পরিবর্তনের দিকে ঝুঁকেছেন গ্রাহক। যেখানে নতুন আইফোনের দাম হতে পারে ১৪৪৯ ডলার সেখানে ২৯ ডলারে ব্যাটারি পরিবর্তনকে সাশ্রয়ী মনে করেছেন গ্রাহক–খবর প্রযুক্তি সাইট ভার্জের।

আইফোনে ধীর গতি আনার বিষয়টি সামনে আসার পর ফিচারটি কীভাবে বন্ধ করা যায় সেটিও জানানো হয় গ্রাহককে জানানো হয়। আর ব্যাটারি আয়ু কমে গেলে ২৯ ডলারে তা পরিবর্তনের সুযোগ পেয়েছেন গ্রাহক। ফলে আইফোন আপগ্রেড করার দরকার পড়েনি অনেক গ্রাহকের।

নতুন বছরের ১ জানুয়ারি থেকে সস্তায় আইফোন ব্যাটারি পরিবর্তনের সুযোগ বন্ধ করছে অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar