ad720-90

আউডি গাড়িতে চিপ দেবে স্যামসাং


গাড়ির তথ্য ও বিনোদন ব্যবস্থার জন্য এই চিপ নকশা করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

২০১৮ সালের অক্টোবরে প্রথমবারের মতো অটোমোটিভ চিপ ব্র্যান্ডটি দেখায় স্যামসাং। এক্সিনস অটো ভি৯ নামের এই চিপটি আউডি গাড়ির ইনফোটেইনমেন্ট ব্যবস্থায় কাজ করবে বলে জানানো হয়েছে। অনেক তথ্য এবং বিনোদনমূলক কনটেন্ট পেতে সাহায্য করবে এটি।

এক্সিনস অটো ভি৯ প্রসেসরের কারণে তৎক্ষণাত গাড়ির সার্বিক অবস্থা জানতে পারবেন চালক।

স্যামসাংয়ের দাবি একসঙ্গে ছয়টি পর্দা এবং ১২টি পর্যন্ত ক্যামেরা সমর্থন করবে নতুন এই চিপটি। তিনটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের মাধ্যমে একসঙ্গে অনেকগুলো অ্যাপ্লিকেশন চালানো যাবে।

এর পাশাপাশি প্রসেসরের নিউরাল প্রসেসিং ইউনিট সক্রিয় ও নিখুঁতভাবে চালকের কণ্ঠ, মুখ ও নড়াচড়ার মটো বিভিন্ন ডেটা প্রসেস করতে পারে, যাতে ভালো তথ্য পাওয়া যায়।

স্যামসাং জানায়, অন্যান্য ফিচারের জন্যও অটোমোটিভ চিপ বের করতে থাকবে তারা। এর মধ্যে চালককে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করতে ‘অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম’ও থাকবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar