ad720-90

৬৫ ইঞ্চি গেইমিং ডিসপ্লে আনলো এইচপি


প্রতিষ্ঠানের নতুন ওমেন এক্স ইম্পেরিয়াম নামের পর্দায় ব্যবহার করা হয়েছে ‘বিগ ফরম্যাট গেইমিং ডিসপ্লে’ (বিএফজিডি) প্রযুক্তি। এ ছাড়া পর্দার সঙ্গে রাখা হয়েছে সাউন্ডবার।

চলতি বছরের মার্চ মাসে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে আনা হবে ওমেন এক্স ইম্পেরিয়াম। নতুন এই গেইমিং ডিসপ্লে’র বাজার মূল্য বলা হয়েছে ৪৯৯৯ মার্কিন ডলার– খবর আইএএনএস-এর।

৬৫ ইঞ্চি বিএফজিডিতে রাখা হয়েছে ৪কে ১২০হার্টজ এইচডিআর ডিসপ্লে। আর এতে যোগ হয়েছে এনভিডিয়া শিল্ডের সঙ্গে এনভিডিয়া জি-সিংক প্রযুক্তি ও উন্নত স্ট্রিমিং ডিভাইস।

বিএফজিডি’র জন্য এইচপি ছাড়াও এসার এবং আসুসের সঙ্গে অংশীদারিত্ব করেছে এনভিডিয়া।

গ্রাহক চাইলে পর্দাটি অ্যান্ড্রয়েড টিভি হিসেবেও ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে। আর রিমোট কন্ট্রোলার দিয়ে সহজে নেটফ্লিক্স, অ্যামাজন ভিডিও, ইউটিউব এবং হুলু স্ট্রিমিং অ্যাপগুলো ব্রাউজ করতে পারবেন গ্রাহক।

গুগল অ্যাসিস্টেন্ট থাকায় কণ্ঠ দিয়ে পর্দার কার্যক্রম নিয়ন্ত্রণ করা যাবে বলেও জানানো হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar