ad720-90

জানুয়ারিতেই লঞ্চ করছে Samsung-এর ‘M’ সিরিজ


দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই স্মার্টফোনের বাজারের একটা বড় অংশ নিজেদের দখলে রেখেছিল Samsung। তবে সাম্প্রতিককালে Vivo, Oppo, Xiaomi-র দাপটে মিড রেঞ্জের ফোনের বাজার প্রায় হাতছাড়া হতে বসেছে দক্ষিণ কোরিয়ার নামী এই মোবাইল প্রস্তুতকারক সংস্থার। তাই এ বার মিড রেঞ্জের স্মার্টফোনের বাজার ধরতে আসরে নামছে Samsung। চলতি মাসেই মধ্যবিত্তর পকেটসই দামে Samsung লঞ্চ করতে চলেছে তাদের ‘M’ সিরিজের নতুন দুটি স্মার্টফোন, Galaxy M10 আর Galaxy M20। Samsung-এর ‘M’ সিরিজের স্মার্টফোনগুলি তৈরি হয়েছে নয়ডায়। 

এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy M10-এর স্পেসিফিকেশন:
১) ৬ ইঞ্চি ফুল এইচডি ইনফিনিটি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৭৬ শতাংশের বেশি।
২) ৩ জিবি RAM আর ১৬ জিবি / ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা microSD কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
৩) Android ৮.১ (Oreo) আর Exynos ৭৮৭০ Octa (১৪ nm) চিপসেট।
৪) ১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ আর ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
৫) রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
৬) এই ফোনে থাকছে ৩,৪০০ mAh-এর ব্যাটারি। আর কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

এ বার দেখে নেওয়া যাক Samsung Galaxy M20-এর স্পেসিফিকেশন:
১) ৬.১৩ ইঞ্চি ফুল এইচডি ইনফিনিটি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮০ শতাংশের বেশি।
২) ৩ জিবি RAM আর ৩২ জিবি / ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা microSD কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
৩) Android ৮.১ (Oreo) আর Exynos ৭৮৭০ Octa (১৪ nm) চিপসেট।
৪) ১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ আর ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
৫) রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
৬) এই ফোনে থাকছে ৫,০০০ mAh-এর ব্যাটারি। আর কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

Samsung Galaxy M10 এবং Samsung Galaxy M20 ফোন দুটির দাম:
১) Samsung Galaxy M10 ফোনটির দাম ৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু।
২) Samsung Galaxy M20 ফোনটির দাম ১৫ হাজার টাকা থেকে শুরু।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar