ad720-90

মাউসই যখন পুরো কম্পিউটার!


নতুন প্রজন্মের মাউস বানিয়েছেন ইউটিউবার ইলেকট্রনিক গ্রেনেড। কম্পিউটারের সঙ্গে সাধারণভাবেই কাজ করবে মাউসটি। তবে আলাদাভাবেই এটি একটি পুরোদস্তুর কম্পিউটার। মাউসটিতে রাখা হয়েছে ছোট পর্দা এবং কিবোর্ড– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

ইলেকট্রনিক গ্রেনেড জানায়, ‘কম্পিউটার-মাউসটি’ একটি ৩ডি প্রিন্টেড কেইস-এর মধ্যে বানানো হয়েছে। এর মধ্যে বসানো হয়েছে রাসবেরি পাই জিরো ডাব্লিউ এবং অন্যান্য সেন্সর।

ডিভাইসটির ওপরের দিকে রাখা হয়েছে ১.৫ ইঞ্চি ওলেড পর্দা। আর পাশ দিয়ে  টেনে বের করা যায় একটি ব্লুটুথ কিবোর্ড।

পুরো ডিভাইসটি সাধারণ মাউসের তুলনায় আকারে কিছুটা বড়। কিন্তু বাস্তব একটি কম্পিউটার হিসেবে চিন্তা করলে এটি দারুণ কিছু হতে পারে।

কম্পিউটার মাউসটিতে গ্রাহক চাইলে অনেক ছোটখাট কাজই করতে পারবেন। এমনকি মাইনক্রাফট গেইমও খেলা যাবে এতে।

শীঘ্রই ডিভাইসটির ভিডিও প্রকাশ করেছে ইলেকট্রনিক গ্রেনেড। গ্রাহক চাইলে নিজের জন্য এমন একটি ‘কম্পিউটার-মাউস’ বানিয়েও নিতে পারবেন।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar