ad720-90

তথ্য নিরাপত্তা: নতুন নীতিমালা চান অ্যাপল প্রধান


গ্রাহকের অজান্তেই কীভাবে নিয়মিতভাবে অনলাইনে তাদের ডেটা বিক্রি হচ্ছে সেদিকে আলোকপাত করে গোপনীয়তাবিষয়ক আরও নীতিমালা আনার কথা বলেন কুক– খবর প্রযুক্তি সাইট সিনেটের।

বুধবার টাইম ম্যাগাজিনে গ্রাহকের গোপনীয়তা নীতিমালা ‘অদৃশ্যভাবে’ ভঙ্গের কথা জানিয়েছেন অ্যাপল প্রধান।

কুক বলেন, “মনে করুন আপনি অনলাইন খুচরা বিক্রেতা থেকে একটি পণ্য কিনেছেন, যা আমাদের বেশির ভাগই করে থাকেন।”

“কিন্তু বিক্রেতা আপনাকে যে বিষয়টি জানায় না তা হলো- তারা তখন আপনার কেনাকাটার তথ্য ‘ডেটা ব্রোকার’-এর কাছে বিক্রি করে, একটি প্রতিষ্ঠান শুধু আপনার তথ্য সংগ্রহের জন্যই আছে, এই ডেটা সংগ্রহ করে তারা আবার অন্য বিক্রেতার কাছে তা বিক্রি করে।”

কুক আরও বলেন, এই কার্যক্রম নজরদারি করা কঠিন কারণ এটি খুব গোপনে করা হয় আর “নীতিনির্ধারকরা এগুলো বরাবরই এড়িয়ে যান।”

সব ‘ডেটা ব্রোকারকে’ ফেডারেল ট্রেড কমিশনের আওতায় নিবন্ধন করানোর প্রস্তাবনা দিয়েছেন কুক, যাতে করে ডেটা বিক্রি বা মুছে ফেলা হলে তা নজরদারিতে থাকে।

গ্রাহকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় বরাবরই কথা বলে আসছে অ্যাপল। ২০১৮ সালে ফেইসবুকের কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারির ঘটনার পর এ নিয়ে কড়া অবস্থান নিয়েছিল প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar