ad720-90

শিশুদের জন্য ফেইসবুকের ‘এলওএল’ অ্যাপ


প্রযুক্তি
সাইট টেকক্রাঞ্চ-কে এলওএল হাব পরীক্ষার কথা নিশ্চিত করেছেন সামাজিক মাধ্যম জায়ান্টটির
এক মুখপাত্র।

ফেইসবুকের
ওই মুখপাত্র বলেন, “আমরা ছোট পরিসরে পরীক্ষা চালাচ্ছি। আর ধারণাটি এখনো প্রাথমিক পর্যায়ে
রয়েছে।”

হাসির
ভিডিও এবং জিফ-এর মতো হবে নতুন এই এলওএল হাব। এখানে ভিন্ন ভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে
মিম। এর মধ্যে রয়েছে ‘আপনার জন্য’, ‘প্রাণি’, ‘ব্যর্থতা’ এবং ‘তামাশা’।

বর্তমানে
স্কুলের ১০০ শীক্ষার্থীর কাছে প্রাইভেট বেটা হিসেবে চালু করা হয়েছে এলওএল, ফেইসবুকের
কর্মীদের সঙ্গে এটি পরীক্ষা করতে বাবা-মায়ের অনুমতিতে ফিচারটি প্রকাশ না করার চুক্তি
স্বাক্ষর করেছেন তারা।

কিশোর
কিশোরীদের মধ্যে বেশি জনপ্রিয় ফেইসবুকের ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। এবার ফেইসবুকের
এসব গ্রাহককে টানতে চাচ্ছে তারা।

আগের
বছর ছোট ভিডিওর অ্যাপ ‘ল্যাসো’ উন্মোচন করে প্রতিষ্ঠানটি। কিন্তু এখন পর্যন্ত তেমন
জনপ্রিয়তা পায়নি তা।

এবারে
এলওএল অ্যাপটি আলাদাভাবে আনা হবে নাকি ফেইসবুকের মূল অ্যাপের মধ্যেই এটি যোগ করে দেওয়া
হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar