ad720-90

চীনে যাত্রা শুরু করলো ৫জি ‘ইনোভেশন পার্ক’


হ্যাংঝৌ
ফিউচার সাই-টেক সিটিতেই অবস্থান নতুন এই ৫জি ইনোভেশন পার্ক-এর। চীনে এটিই প্রথম পার্ক
যার পুরোটা ৫জির আওতায় এবং ৫জি প্রযুক্তির গবেষণার জন্য প্রস্তুত– খবর আইএএনএস-এর।

প্রথম
পর্যায়ে এক লাখ বর্গমিটার জায়গা নিয়ে যাত্রা করেছে করেছে ৫জি ইনোভেশন পার্কটি।

ধারণা
করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে ৫জি প্রযুক্তির উন্নয়ন ও এর ব্যবহারের জন্য পরিচিত নামগুলোর
মধ্যে একটি হবে এই কেন্দ্র।

রোববার
হ্যাংঝৌ ফিউচার সাই-টেক সিটিতে পার্কটির উদ্বোধন করা হয়। এ আয়োজনে অংশ নেন এক হাজারের
বেশি মানুষ।

উদ্বোধনের
দিনই ৫জি প্রযুক্তি নিয়ে ১০টি চুক্তি স্বাক্ষর করেছে ১১টি প্রতিষ্ঠান। ডিজিটাল অর্থনীতি
এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা কেন্দ্র ও স্মার্ট যান পরীক্ষার প্ল্যাটফর্ম
তৈরিতে সহায়তা করতেই চুক্তিগুলো করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

এআই,
এআর, ভিআর, ড্রোন, স্মার্ট কমিউনিটি এবং স্মার্ট লজিসটিকস-এর মতো খাতগুলো নিয়ে পরীক্ষা
চালানো হবে নতুন এই ৫জি ইনোভেশন পার্কটিতে। এতে ৫জি ভেনচারগুলোর জন্য নীতিমালাও আনা
হবে।

৪জি
থেকে ৫জি প্রযুক্তির গতি অনেক বেশি হওয়ায় ডিজিটাল অর্থনীতির বৃদ্ধি এবং নেটওয়ার্কভিত্তিক
স্মার্ট যান, ভার্চুয়াল রিয়ালিটি ও মোবাইল স্বাস্থ্যসেবায় নতুন বিপ্লব আসবে বলে ধারণা
করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar