ad720-90

ভিডিওতে শিয়াওমির ‘ফোল্ডএবল’ স্মার্টফোন


বৃহস্পতিবার
চীনা সামাজিক মাধ্যম ওয়েইবো-তে প্রায় এক মিনিটের ভিডিওটি পোস্ট করেন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা
ও প্রেসিডেন্ট লিন বিন। ভিডিওতে দেখা গেছে, ডিভাইসটির দুই পাশ থেকে পেছনের দিকে ভাঁজ
করে ট্যাবলেট মোড থেকে স্মার্টফোনের আকার দেওয়া হচ্ছে।

প্রযুক্তি
সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত দেখানো ফোল্ডএবল স্মার্টফোনগুলোর মধ্যে
সবচেয়ে বেশি ব্যবহারবান্ধব মনে হয়েছে শিয়াওমি’র ডিভাইসটি।

ডিভাইসটি
নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি চীনা প্রতিষ্ঠানটি। ডিভাইসটি কবে নাগাদ উন্মোচন
করা হবে তাও জানানো হয়নি।

ওয়েইবো
পোস্টে বিন বলেন, নমনীয় পর্দা প্রযুক্তির অনেকগুলো জটিলতা দূর করা হয়েছে। এ ছাড়া ডিভাইসটির
জন্য এমআইইউ সফটওয়্যারও ঠিক করা হয়েছে। ভিডিওতে ট্যাবলেট থেকে স্মার্টফোন মোডে সফটওয়্যার
কীভাবে কাজ করে তাও দেখানো হয়েছে।

 

চলতি
মাসের শুরুতে অনলাইনে ফাঁস হয় শিয়াওমির ফোল্ডএবল স্মার্টফোনের ছবি। ডিভাইসটি দিয়ে স্যামসাংয়ের
প্রোটোটাইপ ফোল্ডিং ফোন এবং চীনা প্রতিষ্ঠান রয়োলে’র ফোল্ডিং ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতা
করবে শিয়াওমি।

বর্তমানে
ফোল্ডএবল স্মার্টফোন আনতে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে অনেক প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে
লেনোভোও।

শিয়াওমির
পক্ষ থেকে ডিভাইসটির উন্মোচনের তারিখ বলা না হলেও ধারণা করা হচ্ছে সামনের মাসে মোবাইল
ওয়ার্ল্ড কংগ্রেসে ফোল্ডএবল স্মার্টফোন নিয়ে অনেক তথ্য জানানো হবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar