ad720-90

পিকআপ ট্রাক আনছে টেসলা


২০১৮ সালের চতুর্থ প্রান্তিকের ফলাফল প্রকাশের পর এক সম্মেলনে পিকআপ ট্রাকের কথা বলেন মাস্ক।

“আমরা হয়তো এই গ্রীষ্মেই এটি উন্মোচন করবো। এটি একেবারে ভিন্ন কিছু হবে, যে কোনো কিছুর চেয়ে আলাদা,” পিকআপ নিয়ে বলেন মাস্ক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, অনেক দিন ধরেই লাইনআপে পিকআপ ট্রাক যোগ করার কথা ভাবছেন মাস্ক। আগের বছর ডিসেম্বরে টেসলা প্রধান বলেন, তিনি নকশায় কীছু যোগ করতে চান, অল-হুইল ড্রাইভের সঙ্গে “দারুণ টর্ক ও সাসপেনশন থাকবে যা ভরের সঙ্গে মানিয়ে নেবে।”

“পিকআপ ট্রাকটির জন্য ২৪০ ভোল্ট পাওয়ার আউটলেট থাকবে, উচ্চ ক্ষমতার টুল যা সারাদিন বাইরে কাজ করার জন্য প্রস্তুত,” বলেন মাস্ক।

বর্তমানে দুইটি মডেলের সেডান গাড়ি বিক্রি করে টেসলা, মডেল এস এবং অপেক্ষাকৃত কম মূল্যের মডেল ৩। এ ছাড়া তিন সারি আসনের স্পোর্টস ইউটিলিটি ভেহিকল মডেল এক্স তৈরি করে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।

আগের বছরে বাণিজ্যিক ফ্রেইট ট্রাক এবং রোডস্টারের নতুন সংস্করণও উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। আর ২০২০ সালের শেষ দিকে বাজারে আসবে প্রতিষ্ঠানের মডেল ওয়াই ক্রসওভার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar