ad720-90

ফেব্রুয়ারিকে ‘হৃদযন্ত্রের মাস’ হিসেবে উদযাপন করবে অ্যাপল


শুক্রবার অ্যাপলের পক্ষ থেকে এক ব্লগ পোস্টে বলা হয়, “নিউ ইয়র্ক, শিকাগো এবং স্যান ফ্রান্সিসকো’র অ্যাপল স্টোরে সেলিব্রেটি ফিটনেস ট্রেইনার জিনেটি জেনকিন-এর সঙ্গে ‘হার্ট হেলথ উইথ অ্যাপল’ সেশন আয়োজন করবে প্রতিষ্ঠানটি, যেখানে অংশগ্রহণকারীরা হৃদযন্ত্রের স্বাস্থ্য নিয়ে আলোচা করবেন।”

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ‘হেলথ অ্যান্ড ফিটনেস ওয়াক’ নামের একটি প্রকল্পেও অংশ নেবেন অংশগ্রহণকারীরা, এতে অ্যাপল ওয়াচ নিয়ে হাঁটাহাঁটি করবেন তারা।

অ্যাপলের পক্ষ থেকে আরও বলা হয়, অ্যাপল ওয়াচ হৃদযন্ত্রের অবস্থা বুঝতে সহায়তা করেছে, চিকিৎসা পেতে সহায়তা করেছে বা ওজন কমিয়ে সক্রিয় হতে সাহায্য করেছে এমন গ্রাহকদের চিঠি তারা পেয়েই চলেছে।

অ্যাপলের জেষ্ঠ্য পরিচালক জেই বলনিক বলেন, “আমরা মনে করি এই অ্যাকটিভিটি চ্যালেঞ্জ ও হৃদযন্ত্র নিয়ে এই আলোচনাগুলো আমাদের গ্রাহকদের কাছে শারীরিক কার্যক্রমকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে নিতে উদ্বুদ্ধ করবে।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar