ad720-90

ক্রোম-এর অডিও-ভিডিও নিয়ন্ত্রণ থাকবে কিবোর্ডেই


‘ক্রোম
৭৩’ সংস্করণে নতুন ফিচারটি চালু করা হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট
এনগ্যাজেট। ডেস্কটপ এবং ল্যাপটপের মাল্টিমিডিয়া কি দিয়ে ক্রোম ব্রাউজারে  অডিও এবং ভিডিও নিয়ন্ত্রণ করা যাবে এর মাধ্যমে।

প্রাথমিক
পর্যায়ে ‘প্লে’, ‘পজ’, ‘প্রিভিয়াস ট্র্যাক’, ‘নেক্সট ট্র্যাক’, ‘সিক ফরওয়ার্ড’ ও ‘সিক
ব্যাকওয়ার্ড’ বাটন সমর্থন আনা হতে পারে ব্রাউজারে। পরবর্তীতে আরও বাটন এতে যোগ করা
হতে পারে।

সামনের
মাসেই ‘ক্রোম ৭৩’ আপডেট উন্মুক্ত করতে পারে গুগল।

ভারতীয়
সংবামাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ট্যাব লেভেলের পরবর্তে ব্রাউজার লেভেলে যোগ
করা হয়েছে মাল্টিমিডিয়া সমর্থন। ফলে ক্রোম যখন ব্যাকগ্রাউন্ড বা ছোট করে রাখা হবে তখনও
কাজ করবে মাল্টিমিডিয়া কি।

“আপনি
যদি ইউটিউবে ভিডিও দেখার সময় অন্য আরেকটি অ্যাপ চালু করেন, তখন পজ বান চাপলে এটি থেমে
থাকবে।”

প্রথমে
ক্রোম ওএস, ম্যাকওএস এবং উইন্ডোজে মাল্টিমিডিয়া কি সমর্থন আনবে গুগল। চলতি বছরের শেষ
দিকে এটি লিনাক্স গ্রাহকের জন্যও চালু করা হবে।

নতুন
আপডেটের মাধ্যমে ‘মিডিয়া সেশন এপিআই’ উন্মুক্ত করতে পারে গুগল। ফলে ওয়েবসাইট ও অ্যাপে
‘মাল্টিমিডিয়া কি’ কীভবে কাজ করবে তা ঠিক করতে পারবেন ডেভলপাররা।

প্রতিবেদনে
আরও বলা হয়, এ ধরনের ফিচার সমর্থক প্রথম ব্রাউজার হতে পারে ক্রোম।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar