ad720-90

বাংলাদেশী উদ্যোক্তারদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্টের মার্কেট এক্সেস সেন্টার


বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের (স্টার্টআপ) সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্রের মেন্টরিং প্রতিষ্ঠান মার্কেট এক্সেস সেন্টার (ইউএস এমএসি)।

বাংলাদেশের স্টার্টআপদের সহযোগিতা করতে বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রর মার্কেট এক্সেস সেন্টারের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে।

ক্যালিফোর্নিয়ার সানফ্রানসিসকোতে শুক্রবার এই সমঝোতা স্বাক্ষর হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও মার্কেট এক্সেস সেন্টার এর ঊর্ধ্বতন কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।।

ঢাকায় আইসিটি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

উল্লেখ্য, মার্কেট এক্সেস সেন্টার বিশ্বব্যাপী স্টার্ট-আপদের মেন্টরিং করে। এ ছাড়া তারা স্টার্টআপগুলোকে আন্তর্জাতিক পরিমন্ডলে ফান্ড বা তহবিল পেতেও সাহায্য করে। প্রতিষ্ঠানটি অনলাইনে কিংবা সরাসরি এসব সাহায্য করে থাকে।

বাংলাদেশের স্টার্ট-আপদের সঙ্গে মার্কেট এক্সেস সেন্টার সুদূরপ্রসারী সম্পর্ক সৃষ্টি করা এ সমঝোতার অন্যতম লক্ষ্য বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ক্যালিফোর্নিয়াতে অবস্থিত গুগলস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।-বাসস





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar