ad720-90

অত্যন্ত স্পর্শকাতর পরমাণু প্রযুক্তি সরবরাহ করছে আমেরিকা


মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে আমেরিকা তড়িঘড়ি সৌদি আরবকে অত্যন্ত স্পর্শকাতর পরমাণু প্রযুক্তি সরবরাহ করছে। আর এই তৎপরতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি যুক্ত রয়েছে বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। ২৪ পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদের নজরদারি এবং সংস্কার কমিটি। এতে ট্রাম্প সরকারের এই তৎপরতার কথা তুলে ধরা হয়।

সৌদিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি রিয়াদের আনুকূল্য লাভের আশায় এই সমস্ত তৎপরতা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এতে পরমাণু অস্ত্র প্রযুক্তি বিস্তারের ঝুঁকি বেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশেষজ্ঞরা আশংকা করছেন, মার্কিন স্পর্শকাতর পরমাণু প্রযুক্তির কল্যাণে সৌদি আরব পরমাণু অস্ত্র বানাতে হয়ত পারবে। আর এতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরো বাড়বে। প্রতিবেদনে সৌদির কাছে মার্কিন পরমাণু প্রযুক্তি হস্তান্তর অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা করা হয়। এ নিয়ে প্রতিবেদনে তদন্তের আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে এই কাজ শুরু করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar