ad720-90

টুইটার থেকে সরে দাঁড়ালেন সহ-প্রতিষ্ঠাতা ইভান


লাস্টনিউজবিডি,২৪ ফেব্রুয়ারি: টুইটারের সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইভান উইলিয়ামস বোর্ড অব ডিরেক্টরস (পরিচালনা পর্ষদ) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শুক্রবার তিনি এ ঘোষণা দেন। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরে দাঁড়ানোর বিষয়ে নিজেই টুইটারে পোস্ট করেছেন উইলিয়ামস। ওই টুইটে তিনি বলেন, টুইটারে ১২টি বছর খুবই অসাধারণ কেটেছে। আমি থাকাকালীন সময়ে প্রতিষ্ঠানটি যা অর্জন করতে পেরেছে তাতে আমি গর্বিত। অন্য প্রজেক্টে বেশি সময় বরাদ্দ করলেও আমার শেকড় টুইটারেই থাকবে।

ইভান উইলিয়ামস টুইটার ছেড়ে ব্লগিং সাইট ‘মিডিয়াম’-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। প্রসঙ্গত, ২০০৭ সালে জ্যাক ডরসি ও বিজ স্টোনের সঙ্গে মিলে ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন। ২০০৮-১০ পর্যন্ত তিনি টুইটারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

লাস্টনিউজবিডি/মারুফ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar