ad720-90

৫জি স্মার্টফোনের ঘোষণায় দ্বিতীয় অপো


২৫ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৯। অনুষ্ঠানটিকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে ৫জি স্মার্টফোনের ঘোষণা দেয় চীনা প্রতিষ্ঠানটি।

অপোর পক্ষ থেকে বলা হয়, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর থাকবে নতুন ডিভাইসটিতে। আর ৫জি নেটওয়ার্কের জন্য থাকবে এক্স৫০ মডেল। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাজারে আনা হবে ডিভাইসটি। তবে, স্মার্টফোনটির কোনো নাম জানায়নি অপো– খবর প্রযুক্তি সাইট সিনেটের।

আগের বছরের ডিসেম্বর মাসেই ফাইন্ড এক্স মডেলের একটি প্রোটোটাইপ ৫জি স্মার্টফোন দেখিয়েছিল অপো। এবার নতুন ৫জি ফোন উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। তবে, তা ফাইন্ড এক্স-এর ৫জি সংস্করণ হবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মোবাইল ফোন খাতের নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে ৫জি প্রযুক্তিকে। ৪জি’র চেয়ে ১০ থেকে ১০০ গুণ বেশি গতি হবে এই প্রযুক্তির, আর ইন্টারনেটে যুক্ত হবে ১ মিলিসিকেন্ডে।

২০১৯ সালের শেষ দিকে আরেকটি স্মার্টফোন আনার কথা জানিয়েছে অপো। এই ডিভাইসটিরও নাম বলা হয়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় ডিভাইসটির পেছনে থাকবে তিনটি ক্যামেরা লেন্স, ওয়াইড, আলট্রাওয়াইড এবং টেলিফটো।

অপোর দাবি ১০এক্স লসলেস জুম থাকবে এতে। ফলে জুম করে ছবি তুললেও ভালো মান পাওয়া যাবে এতে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar