ad720-90

কোয়ালকমের সঙ্গে ৫জি’র পরীক্ষা চালাবে ওয়ানপ্লাস


স্পেনের বার্সেলোনায় চলতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রতিষ্ঠানের প্রথম ৫জি প্রোটোটাইপ স্মার্টফোন উন্মোচন করেছে ওয়ানপ্লাস। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর– খবর আইএএনএস-এর।

এক বিবৃতিতে ওয়ানপ্লাস প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পিট লাউ বলেন, “আমাদের প্রথম ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচনের সময় থেকেই আমরা কোয়ালকমের ৮০০ সিরিজের স্ন্যাপড্রাগন প্রসেসরের প্রতি বিশ্বস্ত। এই মজবুত সম্পর্কই আমাদেরকে বিশ্বাস করিয়েছে যে, আমরা ৫জি ডিভাইস আনতে পারি।”

২০১৬ সালে প্রাথমিকভাবে ৫জি নিয়ে গবেষণা শুরু করে ওয়ানপ্লাস।

২০১৭ সালে কোয়ালকমের সঙ্গে ৫জি ডিভাইস তৈরির কাজ শুরু করে চীনা প্রতিষ্ঠানটি। ২০১৮ সালের অগাস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগোর কোয়ালকম টেকনোলজিসের সঙ্গে ৫জি সংযোগ স্থাপন করে ওয়ানপ্লাসের ৫জি প্রকল্প দল।

বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ওয়ানপ্লাসের “দ্রুত এবং নিরবিচ্ছিন্ন” মানের সংযোগ তৈরি করতে দুই বছর ধরে কোয়ালকমের সঙ্গে এই প্রযুক্তিকে নিখুঁত করতে কাজ করছে ওয়ানপ্লাস।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar