ad720-90

স্বচালিত গাড়ির দুর্ঘটনায় দায়ী নয় উবার


রাষ্ট্র পক্ষের আইনজীবী বলেন, ২০১৮ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজনার টেম্পিতে রাস্তা পাড় হওয়ার সময় স্বচালিত গাড়ির ধাক্কায় ৪৯ বছর বয়সী ইলেইন হার্জবার্গ নিহত হওয়ার ঘটনায় অপরাধী নয় উবার।

স্বচালিত গাড়ির সহায়ক চালকের বিরুদ্ধে অপরাধ মামলা হতেও পারে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এর আগে পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনা ‘পুরোপুরি এড়ানো যেত।’

এবারে এক চিঠিতে ইয়াভাপাই কাউন্টি অ্যাটর্নি শিলা সালিভান পোক বলেন, “উপস্থিত সব প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করে এই কার্যালয় নিশ্চিত হয়েছে যে, উবারের বিরুদ্ধে অপরাধ মামলার কোনো সুযোগ নেই।”

আগের বছর মার্চ মাসে উবারের স্বচালিত প্রযুক্তির একটি ভলভো এক্সসি৯০ মডেলের গাড়ি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার ঠিক আগ মুহুর্তে বাইসাইকেল নিয়ে স্বল্প আলোতে একটি বহু লেনের সড়ক পাড় হচ্ছিলেন হার্জবার্গ।

গাড়ির ড্যাশ ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে দুর্ঘটনার আগে রাস্তা থেকে চোখ সরিয়েছিলেন সহায়ক চালক রাফায়েল ভাসকুয়েজ। পরবর্তীতে স্ট্রিমিং সেবা হুলু জানায় দুর্ঘটনার সময় ফোনে টিভি শো দেখছিলেন চালক।

ভিডিও ফুটেজটি বিশেষজ্ঞ দিয়ে যাচাইয়ের নির্দেশ দিয়েছে ইয়াভাপাই কাউন্টি অ্যাটর্নির কার্যালয়। চালক সেসময় রাস্তায় কি দেখেছিলেন তা জানতেও টেম্পি পুলিশকে আরও তথ্য জোগাড় করতে বলা হয়েছে।

এই দুর্ঘটনায় কী কারণে উবারকে অপরাধী করা হচ্ছে না তার কোনো স্পষ্ট ব্যাখা দেওয়া হয়নি।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড-এর পক্ষ থেকেও দুর্ঘটনায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগের বছর প্রাথমিক প্রতিবেদনে সংস্থাটি জানায় উবারের স্বচালিত গাড়িটির সেন্সর ঠিকভাবে কাজ করছিল, কিন্তু জরুরি ব্রেকিং ব্যবস্থা হয়তো কাজ করেনি।

দুর্ঘটনার পর অ্যারিজনায় উবারের স্বচালিত গাড়ির পরীক্ষায় নিষেধাজ্ঞা দেয়া হয়। এখন পেনিসিলভানিয়ায় পরীক্ষা চালচ্ছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar