ad720-90

ডুয়াল ক্যামেরা আসতে পারে নতুন পিক্সেল-এ


পেছনে একের বেশি ক্যামেরা যোগ করার দৌড়ে অন্য প্রতিষ্ঠানের চেয়ে পিছিয়েই রয়েছে গুগল। অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেখানে পেছনে এখন তিন, চার বা পাঁচটি ক্যামেরা ব্যবহার করছে গুগলের ফোনে আসছে কেবল দুটি।

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, পিক্সেল ৪-এর ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, পেছনে ডুয়াল ক্যামেরার সঙ্গে ফোনের নকশার সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস১০-এর মতো হোলপাঞ্চ ক্যামেরা দেখা যেতে পারে ডিভাইসটি। তবে স্যামসাং যেমন সেলফি ক্যামেরার জন্য গোলাকারভাবে পর্দার অংশ কেটে ক্যামেরা বসানো হয়েছে, সেখানে পিক্সেল ৪ এক্সএল-এ দেখা যেতে পারে ডিম্বাকার সেলফি ক্যামেরা।

শুক্রবার প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, “অনলাইনে পিক্সেল ৪-এর হাতে আঁকা যে ছবি দেখা গেছে তাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যায়নি। তাই ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি এস১০-এর মতো এবার পর্দার মধ্যেই দেখা যেতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।”

নতুন ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটনেও যোগ করা হতে পারে বলেও জানানো হয়েছে।

ফাঁস হওয়া ছবি নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar