ad720-90

আইম্যাকে আপডেট আনলো অ্যাপল


২১.৫
ইঞ্চি আইম্যাকে ব্যবহার করা হয়েছে অষ্টম প্রজন্মের কোয়াড-কোর আই৫ প্রসেসর। গ্রাহক চাইলে
এটি ছয়-কোরের প্রসেসর এবং এএমডি রেডন প্রো ভেগা ২০ জিপিইউ দিয়ে কনফিগার করতে পারবেন
বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

অন্যদিকে
নবম প্রজন্মের ছয়-কোর এবং আট-কোরের আই৭ প্রসেসর এবং এএমডি রেডন প্রো ভেগা ৪৮ জিপিইউ
পাওয়া যাবে ২৭ ইঞ্চি আইম্যাকে।

প্রায়
দুই বছর পর আইম্যাক আপডেট করলো অ্যাপল। এর আগে সর্বশেষ ডাব্লিউডাব্লিউডিসি ২০১৭-তে
আইম্যাক আপডেট করে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যে
বড় পরিসরে নবম প্রজন্মের প্রসেসর বাজারে এনেছে ইনটেল। তারপরও ২১.৫ ইঞ্চি আইম্যাক মডেলে
কেন অষ্টম প্রজন্মের প্রসেসর রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আপাতত
শুধু সাধারণ আইম্যাকই আপডেট করেছে অ্যাপল। আরও শক্তিশালী আইম্যাক প্রো-তে কোনো আপডেট
আনেনি প্রতিষ্ঠানটি।

এখনও
আইম্যাক প্রো’র জন্য নতুন প্রজন্মের ডাব্লিউ সিরিজ প্রসেসর উন্মোচন করেনি ইনটেল। চলতি
বছরের ডিসেম্বরে নতুন জিওন ডাব্লিউ-৩১৭৫এক্স প্রসেসর উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।
এরপর আপডেট করা হতে পারে আইম্যাক প্রো।

নতুন
২১.৫ ইঞ্চি আইম্যাকের বাজার মূল্য শুরু হচ্ছে ১২৯৯ মার্কিন ডলার থেকে। আর ২৭ ইঞ্চির
দাম শুরু হচ্ছে ১৭৯৯ ডলার থেকে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar