ad720-90

উইন্ডোজ ১০ ক্যালকুলেটরে যোগ হচ্ছে গ্রাফিং মোড


চলতি
মাসের শুরুতেই ক্যালকুলেটর অ্যাপ গিটহাব-এ ওপেন-সোর্স করেছে মাইক্রোসফট। এযাবৎ অ্যাপটির
জন্য ৩০টির বেশি পরামর্শ পেয়েছে প্রতিষ্ঠানটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

ওপেন-সোর্স
হওয়ার পর প্রথম গ্রাফিং মোডের পরামর্শ গ্রহন করলো সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

শিক্ষার্থীরা
যাতে বীজগণিত পড়তে গ্রাফিং ফিচার ব্যবহার করতে পারে তাই এ ধারণাটি এনেছেন মাইক্রোসফট
প্রকৌশলী ডেভ গ্রোচোকি।

গ্রোচোকি
বলেন, আরও উন্নত গণিত এবং অন্যান্য বিজ্ঞান ও প্রকৌশল কোর্সের মূল ভিত্তি হলো বীজগণিত,
আর মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীর অনেকেই এতে ব্যর্থ হয়।

বেশিরভাগ
বেসিক ক্যালকুলেটর অ্যাপেই নেই গ্রাফিং মোড। ফলে উইন্ডোজ ১০ ক্যালকুলেটরে এই ফিচার
চালু করে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের থেকে এগিয়ে যেতে পারে মাইক্রোসফট।

ফিচারটি
এখনও গিটহাবে বানানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফিচারটির মাধ্যমে সরলরৈখিক,
দ্বিঘাত এবং এক্সপোনেনশিয়াল সমীকরণগুলোর সমাধান করা যাবে বলে ধারণা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar