ad720-90

হারানো স্মার্টফোন খুঁজে দেবে গুগল ম্যাপ


অনেক সময় মনের বেখেয়ালে, ছিনতাইয়ের কবলে অথবা পকেটমারের খপ্পরে পরে আপনার পছন্দের ফোনটি হাতছাড়া হয়ে যায়। কোনও সহৃদয় ব্যক্তি সেই ফোন পেলে ফেরত পাওয়া যায় সহজেই। তবে তেমন ঘটনা খুবই কম ঘটে। ফোন একবার গেলে তা ফেরত পাওয়া কঠিন।

নিজের চেষ্টায়ে ফোন ফিরে পেতে গুগল ম্যাপ ব্যবহার করা যেতে পারে। তাতে ফোনের অবস্থানটা কোথায়, সেটা জানা যাবে। ফোন খুঁজে না পেলে অন্য কোনও স্মার্টফোন বা কম্পিউটার থেকে গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

১. প্রথমে www.google.com/maps ওয়েব অ্যাড্রেসটি খুলতে হবে।

২. হারিয়ে যাওয়া স্মার্টফোন যে গুগল আইডির সঙ্গে যুক্ত সেই আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

৩. এবার বাঁদিকে তিনটি লাইন দেওয়া যে আইকন আছে, সেখানে ক্লিক করতে হবে।

৪. Your Timeline অপশনে ক্লিক করতে হবে।

৫. ঠিক কোন সময়ে ফোনের অবস্থানটা আপনি জানতে চাইছেন, সেই মাস, বছর, সময় দিতে হবে।

৬. এখানেই দেখা যাবে ওই সময়ে আপনার ফোনটি ঠিক কোথায় অবস্থান করছিল।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar