ad720-90

জাকারবার্গের পুরানো পোস্ট মুছে ফেললো ফেইসবুক


বিবৃতিতে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, “কয়েক বছর আগে মার্কের কিছু পোস্ট ভুলবশত মুছে গেছে। সেগুলো পুনরুদ্ধার করার কাজটি অনেক জটিল এবং এটি সফল হবে তার কোনো নিশ্চয়তা নেই তাই আমরা এটা করিনি।”

জাকারবার্গের পুরানো পোস্টগুলো এখনও প্রতিষ্ঠানের ব্লগ এবং সংবাদকক্ষে পাওয়া যাবে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

পোস্টে জাকারবার্গের মন্তব্যগুলো আগেই গায়েব হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।

২০১৮ সালের এপ্রিল মাসে জাকারবার্গের অ্যাকাউন্ট থেকে অন্য কাউকে পাঠানো বার্তাগুলো মেসেঞ্জার ইনবক্স থেকে অদ্ভুতভাবে গায়েব হয়েছে। এটার কারণ হিসেবে বলা হয়েছে নিরাপত্তার প্রশ্নে এগুলো সরিয়েছে ফেইসবুক। এক্ষেত্রে স্ন্যাপচ্যাটের মতো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার ফাংশান ব্যবহার করা হয়েছে।

সেসময় ফেইসবুকের এক মুখপাত্র বলেন, “২০১৪ সালে সনি পিকচার্সের ইমেইল হ্যাকিংয়ের পর আমরা নির্বাহী কমিউনিটির নিরাপত্তায় বেশ কিছু পরিবর্তন এনেছি। মেসেঞ্জারে মার্কের বার্তা কতোক্ষণ থাকবে তাও সীমিত করা হয়েছে। বার্তা সংরক্ষণের ক্ষেত্রে আমাদের আইনি নীতিমালা মেনেই এমনটা করা হয়েছে।”

সাম্প্রতিক সময়ে  বেশ কয়েকবার গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফেইসবুক। এবার তাই প্রাইভেট বার্তা এবং ক্ষনস্থায়ী কনটেন্টের দিকেই নজর বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar